দিল্লির করোনা রোগীদের জন্য ৫০০ ট্রেনের কামরা দেবে কেন্দ্রঃ অমিত শাহ

Spread the love

দ্য ওয়াল ব্যুরো: রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তার মধ্যে অরবিন্দ কেজরিওয়াল সরকারের কপালে ভাঁজ ফেলেছে বেডের অভাব। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে দিল্লিতে যা বেড খালি রয়েছে তা কয়েকদিনের মধ্যে ভর্তি হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে রবিবার বৈঠক করে ৫০০ ট্রেনের কামরা দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিনের বৈঠকে শাহ বলেছেন, টেস্টের সংখ্যা আরও বাড়ানোর জন্য দিল্লি সরকারকে সাহায্য করবে কেন্দ্র। সেইসঙ্গে বেডের অভাব মেটাতে ৫০০ ট্রেনের কামরার ব্যবস্থা করা হবে। সেখানেই গড়ে তোলা হবে আইসোলেশন ওয়ার্ড। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী হর্ষবর্ধনও।

অমিত শাহের সঙ্গে কথা হওয়ার পর টুইট করে কেজরিওয়াল লেখেন, “দিল্লি সরকার এবং কেন্দ্রের মধ্যে খুবই ভাল বৈঠক হয়েছে। অনেকগুলি কার্যকরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়ব।”

নমুনা পরীক্ষার ক্ষেত্রেও জোর দেওয়া হচ্ছে দিল্লিতে। শাহ বলেছেন, দু’দিনের মধ্যে নমুনা পরীক্ষার সংখ্যা দ্বিগুণ কড়া হবে দিল্লিতে। ছ’দিনের মধ্যে তা তিন গুণ করা হবে।

কেন্দ্রের তরফে আরও বলা হয়েছে, বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে সমন্বয় রাখার জন্য এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেসের সিনিয়র চিকিৎসকদের নিয়ে একটি কমিটি গড়া হবে। তাঁরা টেলিফোনের মাধ্যমে পরামর্শ দেবেন।

কেন্দ্রের তরফে কেজরিওয়াল সরকারকে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে রবিবারের বৈঠকে। বলা হয়েছে, অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর, পালস অক্সিমিটারের মতো সামগ্রী কেন্দ্রীয় সরকার দেবে।

জানা গিয়েছে, ৪০টি হোটেল এবং ৭৭টি অনুষ্ঠান বাড়িতে বেড পেতে হাসপাতালের পরিকাঠামো গড়ে তোলা হবে। সব মিলিয়ে আরও ১৫ হাজার ৮০০ বেডের বন্দোবস্ত করা হবে। দক্ষিণ দিল্লির দুটি নামী হোটেল– বসন্ত কন্টিনেন্টাল ও হায়াত রিজেন্সি কর্তৃপক্ষকেও বলা হয়েছে জায়গা দেওয়ার জন্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*