জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে জোরালো সওয়াল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তাঁর দাবি, করোনার আবহে এ ভাবে পেট্রল-ডিজেলের দাম বাড়ার কোনও যুক্তি নেই। তাঁর অভিযোগ, মানুষের দুর্গতির সময়েও তাদের থেকে মুনাফা অর্জন করছে কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে সোনিয়া লিখেছেন, ‘কোভিড ১৯-এর অর্থনৈতিক প্রভাবে যখন লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে যাচ্ছে, ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে, জীবন-জীবিকা ধুলিসাত্ হয়ে যাচ্ছে, মধ্যবিত্তের আয় দ্রুত কমছে, খারিফ মরসুমেও ধুঁকছেন কৃষকরা, তখন এ ভাবে সরকার কী ভাবে দাম বাড়তে দিচ্ছে, তার কোনও যুক্তি আমি খুঁজে পাচ্ছি না।’
সোনিয়ার কথায়, ‘গত সপ্তাহে যেখানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৯% কমেছে, সেই অবস্থায় মানুষের দুর্গতির সময়েও তাঁদের থেকে মুনাফা অর্জন করে যাচ্ছে সরকার।’ সোনিয়ার দাবি, এ ভাবে দাম বাড়িয়ে ২,৬০,০০ কোটি টাকার বাড়তি রাজস্ব ঘরে তুলতে চাইছে সরকার। অপরিশোধিত তেলের মূল্যহ্রাসকে কাজে লাগিয়ে মানুষকে স্বস্তি দিতে অবিলম্বে জ্বালানির দাম কমানোর জন্য প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী।
মঙ্গলবার আবারও বেড়েছে জ্বালানির দাম। এই নিয়ে টানা ১০দিন। চার মেট্রো শহরেই বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। দিল্লিতে পেট্রল লিটার পিছু দাম ৪৭ পয়সা ও ডিজেলের দাম লিটারপিছু ৫৭ পয়সা বেড়েছে। দিল্লিতে লিটার পিছু পেট্রলের দাম ৭৬.৭৩ টাকা, লিটার পিছু ডিজেলের দাম হয়েছে ৭৫.১৯টাকা। কলকাতায় এ দিন লিটারপিছু পেট্রলের দাম ৭৮.৫৫ টাকা এবং লিটারপিছু ডিজেলের দাম ৭০.৮৪টাকা।
Be the first to comment