লাদাখে মুখোমুখি ভারত-চিন সেনাবাহিনী। ব্যাপক টেনশন শুরু। ১৯৬৭ সালের পর এই প্রথম ভারত এবং চিন সীমান্তে চলল গোলাগুলি।
জানা যাচ্ছে, লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত এবং চিনের সেনাবাহিনী মুখোমুখি হয়। চিনের সেনাবাহিনীর তরফে ব্যাপক গোলাগুলি শুরু হয় বলে অভিযোগ।
চিনের দিক থেকে ছোঁড়া গুলিতে ভারতীয় সেনার এক অফিসার শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু এক কর্নেলই নয়, ভারতীয় সেনার দুই জওয়ানেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। চিনের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারতের কাছে ঘটণার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। বলা হয়েছে যে, ভারত যেন দ্রুত কোনও সিদ্ধান্ত না নেয়। তাতে পরিস্থিতি জটিল হতে পারে।
গত দেড় মাস ধরে সংঘাত চলছিল চিন সীমান্তের কাছে লাদাখে। গালোয়ান ভ্যালিতে ঢুকে পড়েছিল চিনের সেনাবাহিনী। যা নিয়ে দু’দেশের মধ্যে একের পর এক বৈঠক হয়। তাতে চিনা সেনা কিছুটা পিছিয়ে গেলেও সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। সেনার তরফে জানানো হয়েছে গত দেড় মাস ধরে সংঘাত চলছে চিন সীমান্তের কাছে লাদাখে। সোমবার রাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চিনা সেনা লাদাখে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে। কোনও গুলি ছোঁড়া হয়নি দুই তরফে। তবে সংঘর্ষে চিনা সেনা লাঠি, মুগুর ও পাথর ব্যবহার করেছিল।
Be the first to comment