সত্যজিৎ রায়ের ছবি হীরক রাজার দেশে’র প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে ট্যাগ করে রাজ্যপাল বলেন, “নজর দেওয়ার ও দায়বদ্ধ হওয়ার সময় এসেছে ৷”
প্রসঙ্গত, ১১ জুন মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে একটি টুইট করেছিলেন রাজ্যপাল ৷ সেখানে লিখেছিলেন, “আরও একটি দুর্নীতি আকার নিচ্ছে ৷ জনস্বার্থের দুর্নীতির উপর সার্জিকাল স্ট্রাইক হওয়া উচিত ৷”
এই টুইটকে উল্লেখ করেই আজ তিনটি টুইট করেন ধনকড় ৷ লেখেন, “আশঙ্কা সত্যি হল ৷ এক আইন মানা ও দাদাগিরির বিরুদ্ধে সরব হওয়া সংস্থার পিছনে পড়েছে আবগারি দপ্তর ৷ বাক্সবন্দী কঙ্কাল এবার এক এক করে বের হবে ৷ আশা করব মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেবেন ৷”
দ্বিতীয় টুইটে আমলাদের আইন মানা উচিত বলে মন্তব্য করেন তিনি ৷ লেখেন, “আমলাদের শুধুমাত্র আইনের পথেই থাকা উচিত ৷ এ, বি, সি-র শাখা দপ্তরের মতো আচরণ করা উচিত নয় ৷ আইনের হাত থেকে তাঁদের বাঁচা উচিত ৷” এই টুইটে সত্যজিৎ রায়ের “হীরক রাজার দেশে”-র কথা উল্লেখ করেন ৷ লেখেন, “সত্যজিৎ রায়ের মাস্টারপিস হীরক রাজার দেশে- রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে তৈরি অন্যতম সেরা ব্যঙ্গাত্মক চলচ্চিত্র ৷”
তৃতীয় টুইটেও হীরক রাজার দেশের প্রসঙ্গ অবতারণা করে লেখেন, “হীরক রাজার দেশে দেখিয়েছে কীভাবে দুষ্ট রাজা শ্রমিক, চাষি-সহ হীরক রাজ্য তৈরির কারিগরদের উপর শোষন চালাতেন ৷ শেষে মানুষ বিদ্রোহ করে ৷” সঙ্গে লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আত্মানুসন্ধানের সময় এসেছে ৷ ব্যবস্থা নিন ৷”
Be the first to comment