ভারত-চিন সীমান্ত-সংঘর্ষ নিয়ে মুখ খুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। বর্তমান পরিস্থতিতে ভেবে-চিন্তে সিন্ধান্ত নিতে হবে বলে মনে করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। একইসঙ্গে দেশের মান-মর্যাদা রক্ষা ও দেশের অভ্যন্তরে শান্তির পরিবেশ বজায় রাখাও জরুরি বলে সওয়াল করেছেন অধীর চৌধুরী।
গত দেড় মাস ধরে লাদাখে চীন সীমান্তের কাছে ভারত ও চিন সেনাদের মধ্যে সংঘাত চলছে। সোমবার রাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চিনা সেনা লাদাখে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে।
লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত এবং চিনের সেনাবাহিনী মুখোমুখি হয়। চিনের সেনাবাহিনীর তরফে ব্যাপক গোলাগুলি শুরু হয়। চিন সেনার গুলিতে ভারতীয় সেনার এক অফিসার শহিদ হয়েছেন। শুধু এক কর্নেলই নন, চিনের হামলায় ভারতীয় সেনার আরও দুই জওয়ানের মৃত্যু হয়েছে।
গত দেড় মাস ধরে সংঘাত চলছিল চিন সীমান্তের কাছে লাদাখে। গালোয়ান ভ্যালিতে ঢুকে পড়েছিল চিনের সেনাবাহিনী। যা নিয়ে দু’দেশের মধ্যে একের পর এক বৈঠক হয়। এমনকী কূটনৈতিকস্তরে আলোচনার মাধ্যমেও জট কাটানোর চেষ্টায় হয়। সেই তৎপরতায় চিনা সেনা কিছুটা পিছিয়ে গেলেও সমস্যা সমাধান হয়নি। সোমবার রাতে বিনা প্ররোচনায় গুলি ছুড়তে শুরু করে চিনা সেনা।
তবে বর্তমান পরিস্থতিতিতে কেন্দ্রকে আরও সাবধানী হওয়ার পরামর্শ লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ভারতের মান-মর্যাদা রক্ষা করতে হবে। একইসঙ্গে দেশের অভ্যন্তরে শান্তি বজায় রাখাও জরুরি। বাইরে ও ভিতর থেকে ভারতকে সমস্যায় ফেলতে চায় চিন।’
Be the first to comment