মৃগাঙ্ক চক্রবর্তীঃ
একদিন বিস্ফোরণে, যদি থেমে যায় গলির শিশুর ঘ্যানঘেনে কান্না,
যদি রাতের কালো দাগগুলো ঢেকে দেয় কাঁচা রক্তের আহুতি,
বিটনুন ছড়ানো ঘায়ে যদি জন্ম নেয় নিষিদ্ধ ছত্রাক,
শরীরটা যদি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়-
পুরনো খাতার ঘুন ধরা পাতার মতো,
ভয় পেয়ো না।
আমরা হাঁটবো মোমবাতি হাতে- সারিবেধে,
রাস্তাটার কানে ফিসফিস করে বলবো- মানছি না, মানবো না!
কথা দিচ্ছি, সোশ্যাল সাইটগুলো ঢেকে দেবো- জমাটি প্রতিশ্রুতিতে।
লোগো আর প্রার্থনায় রাঙিয়ে দেবো- দুপাশের ফুটপাথ।
ব্রেকিং নিউজগুলো আরও উপাদেয় করবো-
গরম চায়ের পেয়ালায় কিংবা সন্ধ্যার আসরে।
তারপর কেটে যাবে কয়েকটা দিন,
খবরের শিরোনাম চাপা পড়ে যাবে কিছু টক-ঝাল-নোনতা খবরে।
একনাগাড়ে জ্বলতে থাকা মোমবাতিগুলো নিভে যাবে।
দেওয়ালের লেখাগুলো মুছে যাবে অকালের বৃষ্টিতে।
বুকের ভেতর দাপিয়ে বেড়ানো কানাঘুষো প্রতিবাদগুলো-
লুকিয়ে পড়বে কোন সস্তা গলির অন্ধকারে।
আর আমরা?
“আমরা?
আমরা, সমঝোতার মুখোশ পড়ে অপেক্ষা করবো আরেকটা ব্রেকিং নিউজের।”
Be the first to comment