সীমান্তে সংঘর্ষে চিনের ৪৩ সেনা হতাহত

Spread the love

২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছে চিনের সঙ্গে সংঘর্ষে। মঙ্গলবারই এই খবর জানা গিয়েছে। আর এরপরই জানা গেল, চিনের দিকেও ক্ষয়ক্ষতি হয়েছে প্রবল। অন্তত ৪৩ চিনা সেনা হতাহত বলে জানা গিয়েছে।

এদিন সকালেই খবর আসে সীমান্তে তিন ভারতীয় সেনা শহিদ হয়েছেন। কিন্তু রাতে সরকারি সূত্রে জানা গিয়েছে, সংখ্যাটা তিন নয় আসলে ২০। উচ্চপর্যায়ের সূত্রের মাধ্যমে স্ংবাদসংস্থা ইণ্ডিয়া টুডেকে জানিয়েছে, ২০ জন জওয়ান শহিদ হয়েছেন এবং তা আরও বাড়তে পারে।

এদিকে চাইনিজ আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের মতে ইন্দো-চিন সীমান্ত সংঘাতে ভারত দায়ি। তিনি জানিয়েছেন, “গালোয়ান ভ্যালি চিনের, সবসময় চিনই দায়িত্ব পালন করেছে”। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারতকে আক্রমন করেছে চিন এমন কোনও কথা উচ্চারণ না করে সরাসরি বলা হয়েছে উসকানিমূলক হামলার ভয়াবহতা বাড়লে সেনাদের জীবনহানি হয়।

যদিও এমন বক্তব্যের ভিত্তিতে কোনও প্রমাণ দেখাতে পারেননি চিনের এই সেনাকর্তা। পাশাপাশি কতজজনের মৃত্যু হয়েছে সেই সংখ্যারও কোনও উল্লেখ টানেননি।

মঙ্গলবার সকালে চিন সীমান্তের এই সংঘাতের খবর প্রকাশ্যে আসে। ইতিমধ্যে ভারতীয় সেনার তরফে দেওয়া হয়েছে বিবৃতিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, চিনের সেনার আঘাতেই শহিদ হয়েছে ভারতের তিন ভারতীয় সেনা। চরম অস্বস্তিতে বেজিং সরকার। এরপরেই ভারতের বিরুদ্ধে পালটা অভিযোগ তুলছে চিন।

লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা কমাতে তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যেই। দিল্লিতে দফায়-দফায় আলোচনা শুরু ভারত ও চিনের মেজর জেনারেলদের। আলোচনার মাধ্যমেই সংঘাত এড়াতে তৎপর দু’পক্ষই। লাদাখ ও ভারত-চিন সীমান্তের অন্য এলাকাগুলিতেও যাতে কোনওভাবেই দু’দেশের সেনার মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি না হয় সেব্যাপারে আলোচনায় দুই দেশের সেনাকর্তারা।

জরুরি বৈঠক সেরেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। এরপর ভারত কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে আছে দেশের মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*