শেষ ৪৫ বছরে ইন্দো-চিন সীমান্ত সংঘাত এই পর্যায়ে কখনও যায়নি। মঙ্গলবার রাতের দিকে ইণ্ডিয়া টুডে সূত্রে জানা যাচ্ছে, লাইন অফ কন্ট্রোলে ভারত-চিন যুদ্ধে তিনজন নয় মোট ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন।
আগে জানা গিয়েছিল, ভারতীয় সেনার আর্মি অফিসার সহ আরও দুই জওয়ান লাদাখে লাইন অফ কন্ট্রোলে শহিদ হয়েছিলেন। তবে উচ্চপর্যায়ের সূত্রের মাধ্যমে স্ংবাদসংস্থা ইণ্ডিয়া টুডেকে জানিয়েছে, ২০ জন জওয়ান শহিদ হয়েছেন এবং তা আরও বাড়তে পারে।
এদিকে চাইনিজ আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের মতে ইন্দো-চিন সীমান্ত সংঘাতে ভারত দায়ি। তিনি জানিয়েছেন, “গালোয়ান ভ্যালি চিনের, সবসময় চিনই দায়িত্ব পালন করেছে”।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা জানান ভারতীয় জওয়ানদের স্যালুট জানাই। এই কঠিন সময়ে ভগবান ওদের আরও শক্তিশালী করুক এই প্রার্থনা করি।
Be the first to comment