প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া কেন হবে না; কেন্দ্রের উপর তীব্র ক্ষোভ তৃণমূল কংগ্রেসের

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া কেন হবে না, সেই প্রশ্ন তুলে কেন্দ্রের বিরোধীতায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, দিল্লি ভয় পাচ্ছে।

এই নিয়ে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ফিরহাদ হাকিম টুইটে লিখেছেন, “প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বক্তা তালিকায় নেই বাংলার মুখ্যমন্ত্রীর নাম গণতন্ত্রের কণ্ঠ রোধ করার প্রচেষ্টায় আবারও কেন্দ্রীয় সরকার। সুপরামর্শ ও গঠনমূলক সমালোচনা নিতে অপারগ বিজেপি সরকার। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে কাকলি ঘোষদস্তিদার লিখেছেন, যদি আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে এতই ভয় তাহলে কেন তাঁকে ভিডিও কনফারেন্সে ডাকা হল?

প্রতিবাদ জানিয়েছেন দিনেশ ত্রিবেদীও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*