ভারত ও চীনা সেনার সংঘর্ষের পরে ভারত চিন সীমান্তে ট্রেন বন্ধ করে দিয়েছে ঝাড়খণ্ড সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রমিকদের সেখানে নিয়ে যাওয়া হবে না বলেই জানানো হয়েছে।
দুমকার ডেপুটি কমিশনার রাজেশ্বরী বি জানিয়েছেন, “গত শনিবার মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন নিজে পতাকা তুলে ১৬০০ শ্রমিকের ট্রেন রওনা করিয়েছিলেন। ইন্দো – চিন সীমান্তে বর্ডার রোডস অর্গানাইজেশন প্রজেক্টে কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা। মঙ্গলবারও একটি ট্রেন ছাড়ার কথা ছিল। সেই ট্রেনে করেও ১৬০০ শ্রমিকের যাওয়ার কথা ছিল। কিন্তু লাদাখে সংঘর্ষের কথা শোনার পর তা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই তা চালানো হবে।”
Be the first to comment