এই আত্মবলিদান দেশ মনে রাখবে, শহিদ সেনাদের প্রতি ট্যুইটে শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

Spread the love

লাদাখে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ ভারতীয় সেনাদের প্রতি শোক জ্ঞাপন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার সকালে এই বিষয়ে ট্যুইট করে শোক প্রকাশ করেন তিনি। এই সাহস এবং আত্মবলিদান দেশবাসী চিরকাল মনে রাখবে বলে জানিয়েছেন তিনি।
লাদাখের গলওয়ানে চিনা সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ২০ জন সদস্য। এই খবর প্রকাশের প্রায় ২৪ ঘণ্টা পরে প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শোকবার্তা জ্ঞাপন করলেন রাজনাথ সিং।

শহিদ সেনাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ট্যুইটে লেখেন, ‘গালওয়ানের সংঘর্ষে যে সেনাদের আমরা হারালাম তা অত্যন্ত বেদনাদায়ক। আমাদের সেনারা অসাধারণ সাহসের পরিচয় দিয়েছেন। নিজেদের কর্তব্যে অবিচল থেকে প্রাণ বিসর্জন করেছেন তাঁরা।’

দেশ এই আত্মবলিদান কোনওদিন ভুলবে না বলেও মন্তব্য করেছেন তিনি। শহিদ সেনাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের এই বীর সন্তানদের জন্য গোটা দেশ গর্বিত বলে মন্তব্য করেছেন রাজনাথ সিং।

সোমবার সকালে ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষে দু-পক্ষেরই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ভারতীয় সেনার প্রকাশ করা প্রথম বিবৃতিতে একজন কর্নেল ও দু-জন জওয়ানের মৃত্যুর খবর জানানো হয়। বিকেলে আরও একটি বিবৃতি দিয়ে জানানো হয় যে হিমাঙ্কের নীচে তাপমাত্রায় আহত অবস্থায় পড়ে থেকে মৃত্যু হয়েছে আরও ১৭ জনের।

এই সংঘর্ষে গোলাগুলি ব্যবহার করা না হলেও দু-পক্ষ হাতাহাতি ছাড়াও পাথর, লাঠি ও বেয়নেট ব্যবহার করে বলে জানা গিয়েছে। অসমর্থিত সূত্রের খবর, শিয়ক নদীর ব্রিজের উপর ২০০-৩০০ সেনার ধাক্কাধাক্কির জেরে অনেকেই গিয়ে পড়েন নীচের নদীতে। অন্ধকার থাকায় সেখান থেকে তখনই তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁদের অনেকেরই চোট গুরুতর। তাঁরা এখন কোথায়, কী অবস্থায় আছেন তা নিয়ে দু’দেশের কেউই মুখ খোলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*