‘জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না’, কীসের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

Spread the love

অবশেষে লাদাখে সীমান্তে চিনা আগ্রাসন নিযে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জওয়ানদের আত্মত্য়াগ বিফলে যাবে না বলে, পরোক্ষে চিনকেই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী৷ লাদাখে ভারতীয় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় ভূখণ্ডে তাঁবু খাটিয়েছিল চিনা সেনা। সেই তাঁবু সরানোর কথা বলতেই ভারতীয় সেনার সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায় চিনা সেনার।

মুহূর্তে সেই বাদানুবাদ হাতাহাতিতে পৌঁছে যায়। এরপরই লোহার রড, পাথর নিয়ে ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা চালায় চিনা সেনা। দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা-জওয়ান নিহত হয়েছেন।

এদিকে, সোমবার রাতের সেই সংঘর্ষের পর বুধবারই প্রথম তা নিয়ে সরাসরি মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, ‘আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমাদের জওয়ানদের আত্মত্যাগ বৃথা হবে না। আমাদের কাছে দেশের ঐক্য় ও সার্বভৌমত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ ভারত শান্তি চায়৷ তবে কেউ উসকানি দিলে ভারতও উপযুক্ত উত্তর দিতে সক্ষম৷’

অন্যদিকে, এদিনই সংঘর্ষ প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে বেজিং। তারা জানিয়ে দেয় ভারতের সঙ্গে নতুন করে কোনও ঝামেলায় জড়াতে চাইছে না তাঁরা।

আগেই চিনা বিদেশমন্ত্রক জানিয়ে ছিল সোমবার নাকি পর পর দুবার সীমান্ত পার করে চিনের দিকে ঢোকার চেষ্টা করে ভারতীয় সেনা। চিনের সেনাবাহিনীকে উত্যক্ত করা হয় বলেও দাবি চিনের৷ যদিও চিনের সেই দাবিতে আমল দিতে নারাজ ভারত৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*