সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইজরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়েছিল। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ক্ষোভ উগরে দেয় বিশ্বের বহু দেশ। যদিও জাতিসংঘ ট্রাম্পের সেই ঘোষণা রদ করে দেয়। এদিকে, সিরিয়া, লিবিয়া, ইরাক-সহ বিভিন্ন দেশের সঙ্গেই ইসরায়েলের সম্পর্ক খারাপ। আর তারই রেশ এসে পড়ল মিস ইরাক সারা ইডানের একটি সেলফি ছবিতে। ‘শত্রু’ দেশ ইসরায়েলের সেরা সুন্দরী অ্যাডার গ্যান্ডেলসম্যানের সঙ্গে এক ছবিতে মিস ইরাক সারা ইডান। শুধু মাত্র তার জন্যই সপরিবারে দেশ ছাড়তে বাধ্য করা হল ইডানকে। শুনতে অবাক লাগলেও ঘটনাটা এমনটাই হয়েছে ইরাকে। তৈরি হয়েছে এই নিয়ে নতুন বিতর্ক।
মাস খানেক আগে টোকিওতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সারা এবং অ্যাডার। সেখানেই দুজনে সেলফি তুলেছিলেন। এরপর নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেন সারা। সঙ্গে লেখেন, ‘ভালবাসা এবং শান্তি মিস ইরাক এবং মিস ইজরায়েলের তরফ থেকে। ’ কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করতেই গোটা দেশের কাছে কার্যত ‘ভিলেন’ বনে যান সারা। বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য আসতে থাকে। সারাকে খুনের হুমকিও দেওয়া হয়। এরপরই সপরিবারে ইরাক ছাড়তে বাধ্য হন সারা।
ছবিঃ মিস ইরাক সারার ইন্সটাগ্রাম
Be the first to comment