দ্বিতীয় টেস্টে করোনা পজিটিভ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

Spread the love

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন কোভিড-১৯ টেস্ট পজিটিভ এল। এর আগের দিন, প্রথম টেস্টে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েনি। কিন্তু, উপসর্গ থাকায় দ্বিতীয় বার টেস্ট করা হলে, রেজাল্ট পজিটিভ আসে। সূত্রের খবর, বুধবার সকালেই স্বাস্থ্যমন্ত্রীর নমুনা টেস্ট করতে পাঠানো হয়েছিল। তিনি যে ভাইরাস সংক্রমিত, সে বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে।

গায়ে জ্বর নিয়ে সোমবার রাতে রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। রিপোর্ট মেলার পর সেখানেই তাঁর কোভিডের চিকিত্‍‌সা শুরু হয়েছে। হাসপাতল সূত্রে খবর, সত্যেন্দর জৈনের শরীরে অক্সিজেনের মাত্রা কমে এসেছে।

দিল্লিতে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে লড়াই করছেন স্বাস্থ্যমন্ত্রী। ভাইরাস মোকাবিলায় আপ সরকারের যা-কিছু করণীয়, সামনে থেকে তিনিই নেতৃত্ব দিচ্ছেন। সরকারের মুখপাত্র হয়ে রোজ সকালে তিনিই সাংবাদিকদের মুখোমুখি হয়ে, কোভিড নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দেন। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরদিনই তাঁক হাসপাতালে ভর্তি হতে হয়।

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সকালে একবার পরীক্ষা হয়েছিল। সেই টেস্ট নেগেটিভ আসায়, বুধবার নতুন করে কভোড টেস্ট করা হয়। তাতে সংক্রমণ ধরা পড়ে। বুধবার আর এক আপ বিধায়ক অতিশীরও করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। অতিশীকে নিয়ে এখনও পর্যন্ত আমআদমি পার্টির চার বিধায়ক কোভিড সংক্রমণের শিকার হয়েছেন। মঙ্গলবার অল্প জ্বর আসে অতিশীর। সঙ্গে সর্দি-কাশি থাকায় করোনা টেস্ট করানো হয়েছিল। বুধবার ৩৯ বছর বয়সি এই বিধায়কের টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। উপসর্গ খুব সামান্য হওয়ায়, তিনি আপাতত হোম আইসোলেশনে রয়েছেন।

এর আগে দিল্লির করোল বাগের আপ বিধায়ক বিশেষ রবি এবং পটেলনগরের বিধায়ক রাজকুমার আনন্দের কোভিড-১৯ টেস্ট রেজাল্টও পজিটিভ আসে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজে ট্যুইট করে, অতিশীর করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন। তাঁর দ্রুত আরোগ্য কামনাও করেন। আপের মুখ্য মুখপাত্র ও গ্রেটার কৈলাসের বিধায়ক সৌরভ ভরদ্বাজও ট্যুইট করে আপনেত্রী অতিশী ও অক্ষয় মারাঠের দ্রুত আরোগ্য কামনা করেন। ১৬ জুন পর্যন্ত সরকারি হিসেবে দিল্লিতে করোনা আক্রান্ত ৪৪,৬৮৮। এর মধ্যে চলতি জুন মাসেই ২৪,৮৪৪ জনের (৫৫.৫৯%) করোনা সংক্রমণ ধরা পড়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*