ফের সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই জম্মু ও কাশ্মীরে। অবন্তীপোরায় এনকাউন্টারে প্রাণ গেল এক সন্ত্রাসবাদীর। জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরার পাম্পোর এলাকার মিজ গ্রামে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার, ভোরেই খবর আসে ওই এলাকায় গা ঢাকা দিয়েছে সন্ত্রাসবাদীরা।
গোপন সূত্রে খবর পেয়েই সেখানে অভিযান চালয় নিরাপত্তারক্ষীরা। এলাকার একটি মসজিদ লাগোয়া বাড়িতে গা ঢাকা দিয়েছিল সে। সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরেই দুপক্ষের গুলিবিনিময় শুরু হয়ে যায়। পাশাপাশি গ্রেনেড ছুঁড়ে সেনাবাহিনীকে ধন্দে ফেলার চেষ্টা করেছিল ওই আতঙ্কবাদী। মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পথেই নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ যায় তাঁর। কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এলাকায় এখনও সন্ত্রাসবাদীর উপস্থিতি রয়েছে কিনা তা নিশ্চিত করতে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
গত মঙ্গলবার, সোপিয়ান এলকাউন্টারে নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হয় তিন সন্ত্রাসবাদীরা। এনকাউন্টারের এলাকা থেকে উদ্ধার হয়েছে দুটি একে রাইফেলস ও একটি INSAS রাইফেল। শনিবার, কুলগাম এনকাউন্টারে বাহিনীর গুলিতে নিহত হয় দুই সন্ত্রাসবাদী।
Be the first to comment