বাংলায় করোনা সংক্রমিত ১৩ হাজার ছাড়ালো, মৃত আরও ১১

Spread the love

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা শুক্রবার ১৩ হাজারের গণ্ডি টপকে গেল। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন। অন্যদিকে, সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৬ শতাংশ।

এদিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯০ জন। এর মধ্যে ৫৫.৭৯ শতাংশ মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৭ হাজার ৩০৩ জন। আর হাসপাতালে চিকিৎসা চলছে আরও ৫ হাজার ২৫৮ জনের। এ দিকে, করোনার বলি হয়েছেন মোট ৫২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১১ জন।

রাজ্যে টেস্টের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে রাজ্যে মোট ল্যাবের সংখ্যা ৪৮টি। এই সমস্ত ল্যাবে একদিনে ১০ হাজার ৩২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত ৩ লক্ষ ৮০ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করা হল। এর মধ্যে ৩.৪৪ শতাংশ ক্ষেত্রে রেজাল্ট পজিটিভ এসেছে।

এদিকে, কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪০০ হয়ে গিয়েছে। এর মধ্যে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩১ জন। যদিও শহরে এখনও পর্যন্ত ১ হাজার ৮৬৬ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ৩২২ জন করোনার বলি হয়েছেন। হাওড়া এবং উত্তর ২৪ পরগনার পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। এই দুই জেলায় একদিনে ৫০ জনেরও বেশি ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ শনাক্ত করা গিয়েছে। হাওড়ায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৮৪ জন।

দেশজুড়ে একদিনে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩,৫৮৭ জন। প্রাণ গিয়েছে ৩৩৬ জনের। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, দেশে কোভিড ১৯-এ আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৩,৮০,৫৩৩ জন। এঁদের মধ্যে চিকিত্‍‌সাধীন রয়েছেন ১৬৩,২৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ২,০৪,৭১০ জন। এ দিন সকাল পর্যন্ত সুস্থতার হার ৫৩.৭৯ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*