কিংবদন্তী বাংলাদেশি সাংবাদিক, কমিউনিস্ট ব্যক্তিত্ব কামাল লোহানীর প্রয়াণ হলো।করোনাভাইরাসে গুরুতর অসুস্থ হয়ে তিনি প্রয়াত হলেন ঢাকায়।
গত ১৮ মে সকালে ফুসফুস ও কিডনির জটিলতা নিয়ে কামাল লোহানীকে হাসপাতালে ভরতি করা হয়। ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতে ভুগছিলেন ৮৬ বছর বয়সী সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
পাকিস্তান বিরোধী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ বিভাগের প্রধান ছিলেন কামাল লোহানী।
পূর্ব পাকিস্তানে তীব্র পাক বিরোধী গণআন্দোলনের অন্যতম সাংস্কৃতিক নেতা হিসেবে পাক সামরিক সরকারের চক্ষুশূল ছিলেন৷ ১৯৬১ সালে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ পালনে পাকিস্তান সরকার নিষেধাজ্ঞা জারি করে। প্রতিবাদে পূর্ব পাকিস্তানে তীব্র আন্দোলনের নেতৃত্ব দেন তিনি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দু’বার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যক্তিত্ব। উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হিসেবে এবং ছায়ানটের সম্পাদক হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন।
Be the first to comment