করোনাভাইরাসের হামলা এবার খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির অন্দরে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। স্নেহাশিসের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি ওনার স্ত্রীর করোনার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত পরিবারের কেউই এই ঘটনার কথা স্বীকার করেন নি।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিসের স্ত্রী-এর করোনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছে বলে খবর। জানা গিয়েছে গত সপ্তাহেই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের শ্বশুরমশাই ও শাশুড়ি মা করোনায় আক্রান্ত হন। সম্প্রতি মোমিনপুরের বাড়িতে পরিবার নিয়ে থাকা শুরু করেছেন স্নেহাশিস। সেই বাড়ির এক পরিচারিকার করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে বলে খবর।
কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে এঁদের চিকিত্সা চলছে বলে জানা গিয়েছে। বর্তমানে এঁদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর। রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক শুক্রবার জানান যে প্রাক্তন রঞ্জি ক্রিকেটার স্নেহাশিস ও তাঁর পরিবারের বাকি সদস্যদের শনিবার আবার করোনা পরীক্ষা করা হবে। বর্তমানে সৌরভদের বেহালার বাড়িতে থাকছিলেন না স্নেহাশিস। কয়েক দিন ধরেই তাঁর পরিবারের কয়েকজনের জ্বর-সর্দি-কাশির মতো করোনা উপসর্গ দেখা যায়। তারপর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।
এদিকে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা শুক্রবার ১৩ হাজারের গণ্ডি পেরিয়ে যায়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হন ৩৫৫ জন। তবে আশা জাগিয়ে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৬ শতাংশ। অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিলিগুলি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য। প্রথমবার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু ফের পরীক্ষা হতেই দেখা যায়, কোভিড পজেটিভ তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অশোক ভট্টাচার্য। গত কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। প্রথমে অবশ্য তাঁর সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। ফের তিনি শারীরিকভাবে অসুস্থবোধ করলে নিউমোনিয়া সন্দেহে শিলিগুড়ির মাটিগাড়ার কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অশোক ভট্টাচার্যকে। তারপরই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
Be the first to comment