আত্মসমর্পণ করেছেন মোদী, লাদাখ নিয়ে ফের প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের

Spread the love

নরেন্দ্র মোদী আত্মসমর্পণ করেছেন৷ লাদাখ ইস্যুতে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৷ গত কয়েক দিন ধরেই লাদাখ নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে একের পর এক ট্যুইট করেছেন কংগ্রেস নেতা৷

এ দিন ট্যুইটারে রাহুল গান্ধী লেখেন, ‘নরেন্দ্র মোদী আসলে সারেন্ডার মোদি’৷ নিজের ট্যুইটের সঙ্গে জাপানের একটি সংবাদমাধ্যমের রিপোর্টও ট্যুইট করেছেন রাহুল৷ ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ‘চিনের প্রতি ভারতের তোষণ নীতি প্রকাশ্যে চলে এসেছে৷’

শনিবারও প্রধানমন্ত্রীকে আক্রমণ করে ট্যুইট করেছিলেন রাহুল গান্ধী ৷ সেখানে তিনি অভিযোগ করেছিলেন, চিনের কাছে আত্মসমর্পণ করে ভারতীয় জমি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ চিন ভারতের কোনও জমি দখল করেনি বলে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী যে দাবি করেছিলেন, তা নিয়েই প্রশ্ন তোলেন রাহুল৷ তিনি পাল্টা প্রশ্ন করেন, চিন ভারতের জমি দখল না করলে কেন ভারতীয় সেনারা শহিদ হলেন? একই সঙ্গে রাহুল আরও প্রশ্ন করেন, লাদাখের সংঘর্ষে চিনের সেনারাও কেন মারা গেল?

রাহুলের এই ট্যুইটের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে রাজনীতির ঊর্ধ্বে ওঠার অনুরোধ করেন৷ অমিত শাহ বলেন, গোটা দেশ এই সময় ঐক্যবদ্ধ রয়েছে৷ এই সঙ্কটের মুহূর্তে রাহুল গান্ধীরও জাতীয় স্বার্থে একই পথ অবলম্বন করা উচিত বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*