করোনভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে বলে জানান রাজ্যের স্বরাষ্ট্র সচিব।
তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের সভাপতিত্ব করবেন। এই বৈঠকে রাজ্য বিধানসভায় প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে উপস্থিত বার্তা দিয়েছেন।
বুধবার বিকেলে রাজ্যের সচিবালয় নবান্নে এই সর্বদলীয় সভা অনুষ্ঠিত হবে। সভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন বলে জানান স্বরাষ্ট্রসচিব। করোনাভাইরাস সম্পর্কিত পরিস্থিতি ছাড়াও রাজ্যের লকডাউন নিয়েও আলোচনা হবে। এই মর্মে মুখ্যসচিব সমস্ত রাজনৈতিক দলকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন।
করোনা পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে মতামত বিনিময় করা হবে অন্যান্য দলসের নেতৃবৃন্দের সঙ্গে। দেশব্যাপী লকডাউন শুরু হওয়ার পর মার্চ মাসে পশ্চিমবঙ্গ সরকার মহামারী নিয়ে আলোচনা করার জন্য অনুরূপ বৈঠক ডেকেছিল। তার তিনমাস পর ফের বৈঠক ডাকা হল।
বিরোধীরা মনে করেন এই বৈঠক ডাকা উচিত ছিল অনেক আগে। সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী জানিয়েছেন, সিপিএম এই বৈঠককে স্বাগত জানায়। আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ রয়েছে। আবার সদর্থক ভাবনাও রয়েছে। কেননা করোনা পরিস্থিতিতে সবার আগে মানুষের পাশে দাঁড়ানো দরকার। বিজেপি নেতা রাহুল সিনহাও বিরোধিতা করেও সর্বদলীয় বৈঠকে যাওয়ার কথা বলেন।
Be the first to comment