প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে!

Spread the love

মরসুমের শুরু থেকেই ছন্দে রয়েছে মৌসুমী বায়ু। এ বার তা ক্রমশই সক্রিয় হয়ে উঠছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর প্রভাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং কোচবিহার জেলায় আগামী কয়েক দিন বৃষ্টি চলবে ঝমঝমিয়ে। উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এর জেরে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত তৈরি হওয়া একটি নিম্নচাপ অক্ষরেখা ও উত্তর ওডিশায় সৃষ্ট হয়েছে ঘূর্ণাবর্ত। সেটি উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে জানা গিয়েছে। এর প্রভাবেই পূবালী হাওয়ায় প্রচুর জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে। চলতি সপ্তাহে ক’দিন ধরে দক্ষিণবঙ্গের আকাশ কখনও মেঘলা, কখনও হালকা বৃষ্টি হচ্ছে। তবে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে।

আগামী ২৬ জুন পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তুমুল বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। উত্তরের জেলাগুলিতে কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

গত বছর এই সময় বৃষ্টির জন্য হাহাকার চলছিল দেশে। এ বার বৃষ্টির অভাব নেই। উলটে প্রবল বর্ষণে দফায় দফায় বন্যার আশঙ্কা দেখা গিয়েছে। এই মরসুমে গোটা দেশে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত হিসেব অনুসারে, দেশে বৃষ্টি ২৫% উদ্বৃত্ত। পূর্ব-পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিসগড়, সৌরাষ্ট্র-কচ্ছে দ্বিগুণ পরিমাণে বৃষ্টি হয়েছে।

এ ছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্বাভাবিকের চেয়ে ২৪% বেশি বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহে কদিন ধরেই দক্ষিণবঙ্গের আকাশ কখনও মেঘলা, কখনও হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। তবে আকাশ প্রধানত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

প্রতি বছর বর্ষার আগে নদী, খাল, নালার সংস্কার করানো হয়। কিন্তু এ বছর বর্ষা ঢোকার আগে বেশিরভাগ সময়টা কেটেছে লকডাউনে। তাই দেশের বহু জায়গাতেই নিকাশির কাজ আশানুরূপ হয়নি।

মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। এ দিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫.৫ মিলিমিটার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*