১ জুলাই থেকে ফের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) সহ স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদ কমতে পারে। সে ক্ষেত্রে পিপিএফের সুদের হার ৭ শতাংশের তলায় নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তেমনটা হলে সেটা হবে গত ৪৬ বছরে সর্বনিম্ন। আর কয়েক দিনের মধ্যেই জুলাই থেকে সেপ্টেম্বর মাসে স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার কত হবে কেন্দ্র তা ঘোষণা করবে।
এর আগে করোনাভাইরাসের অতি মহামারীর একেবারে সূচনাকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রক গত ৩১ মার্চ এইসব প্রকল্পে সুদের হার ০.৭০ শতাংশ থেকে ১.৪০ শতাংশ কমানোর কথা জানিয়েছিল। যার ফলে পিপিএফের সুদের হার ৭.৯ শতাংশ থেকে কমে ৭.১ শতাংশ হয়েছিল। এবার পরিস্থিতি পর্যালোচনা করে পিপিএফে সুদের হার আরও কিছুটা কমতে পারে। সে ক্ষেত্রে তা ৭ শতাংশের তলায় চলে যেতে পারে।
৪৬ বছর আগে ১৯৭৪ সালের পর আর কখনও পিপিএফে সুদের হার এতটা কমে যায়নি। প্রসঙ্গত ১৯৬৮ সালে পিপিএফ চালু হয়েছিল, তখন সুদের হার ছিল বছরে ৪.৮ শতাংশ। অন্যদিকে পিপিএফের সর্বোচ্চ সুদের হার হয়েছিল ১২ শতাংশ, যা ছিল ১৯৮৬ থেকে ২০০০ সাল পর্যন্ত।
২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে। তারপর ২০১৬ সালের এপ্রিল মাস থেকে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি সুদের হার পুনঃ নির্ণয়ের কাজ শুরু হয়। আর তা করা হয় ১০ বছরের মেয়াদি সরকারি ঋণপত্রে লগ্নিকারীরা কতটা ইল্ড হিসেবে পাচ্ছে তার উপর ভিত্তি করে।
গত জানুয়ারি থেকে মার্চ এই সময়কালে সরকারি ঋণপত্রের ইল্ড ছিল ৬.৪২ শতাংশ সেটা আবার এপ্রিল থেকে কমে হয় ৬.০৭ শতাংশ যেটা পরবর্তীকালে আরও কমে হয় ৫.৫৮ শতাংশ। এইসব কারনেই পিপিএফের সুদের হার আরও কিছুটা কমার আশঙ্কা বাড়ছে।
Be the first to comment