সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে দশদিন। কিন্তু সুশান্ত নেই, এই সত্যিটা মেনে নিতে পারছেন না কেউই। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সুশান্তের ছবি। পুরনো ভিডিয়ো এখন ভাইরাল। সুশান্তের মৃত্যু তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
ইতিমধ্যে জেরা করা হয়েছে অনেককেই। জেরা করা হয়েছে সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে। জেরা করা হয়েছে হিন্দুজা হাসপাতালের সুশান্তের চিকিৎসককেও। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছেন সুশান্ত আত্মহত্যাই করেছেন।
সুশান্তের মৃত্যুর পর জোরদার দাবি ওঠে বলিউডের নেপোটিজম নিয়ে। অভিনেতার মৃত্যু তদন্তে যখন দিশেহারা পুলিশ তখন জোরদার সিবিআই তদন্তের দাবি তুললেন বিজেপির সাংসদ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। অনেকের মতো রূপাও মনে করেন, সুশান্ত একজন অসামান্য অভিনেতা। তিনি কখনই এভাবে নিজের জীবন শেষ করে দিতে পারেন না। কেন তাঁকে এভাবে মরতে হল, দ্রুত দোষীকে চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হোক।
এছাড়াও রূপা মুম্বই পুলিশের কাছে প্রশ্ন রাখেন, ‘কোনও সুইসাইড নোট না মেলার পরও কীভাবে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলা যায়’? এমনকী এখনও সিসিটিভি ফুটেজ কিংবা ফরেন্সিক রিপোর্টের কথাও কিছু জানালো না পুলিশ।
সুশান্তের পুরনো কিছু সাক্ষাৎকারের সূত্র ধরে রূপা বলেন,’এরকম চরম সিদ্ধান্ত নেওয়ার মত ছেলে নন সুশান্ত’। অনেকের মতো রূপাও মনে করেন সাধারণ মানুষের কাছে তথ্য গোপন করা হচ্ছে। তদন্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন।
অভিনেত্রীর মনে হয়েছে, যাঁরা বলছেন সুশান্ত ডিপ্রেশনে ভুগছিলেন, বা যাঁরা তাঁর মৃত্যুতে লোক দেখানো শোকপ্রকাশ করেছেন তাঁরা আসলে আমাদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতেই এসব করছেন। নাম না করেই রূপাও আঙুল তোলেন করণ জোহার, সলমান খানদের দিকেই।
এছাড়াও ১৫ মে থেকে ১৪ জুনের মধ্যো সুশান্ত ঘনিষ্ঠ তিন জন আত্মহত্যা করেন। চতুর্থ জন সুশান্ত। সেই তালিকায় আছেন মনমীত গ্রেওয়াল, প্রেক্ষা মেহতা, দিশা সালিয়ান। কী কারণে এভাবে পরপর চার তারকা আত্মহত্যা করলেন, এর মধ্যে কি লুকিয়েআছে কোনও যোগসূত্র এমনটাও মনে হয়েছে তাঁর। সেই তথ্যও তিনি তুলে ধরেছেন ট্যুইটারে। পরপর এই চারটি মৃত্যু নিছক কাকতালীয় নয় বলেই মনে করেন রূপা।
তিনি সকলকে বারবার অনুরোধ করেছেন সুশান্তের পুরনো ইন্টারভিউ একবার শুনতে। সুশান্তের কথা শুনলে যে কোনও মানুষই বুঝতে পারবেন, কেন তিনি রবতা-স্টারের জন্য সিবিআই তদন্ত দাবি করছেন। একজন মানুষ হিসেবে আমাদের অন্তত এটুকু মনুষ্যত্ব বোধ থাকা দরকার বলে মনে করেন তিনি।
রূপা গঙ্গোপাধ্যায় ছাড়াও সুশান্তের জন্য সিবিআই তদন্ত চেয়েছেন শেখর সুমন। এমনকী তিনি #JusticeforSushantForum তৈরিও করেছেন।
Be the first to comment