মালদহ ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের পর রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হতে চলেছে কোভিড পরীক্ষা। আইসিএমআর-এর মান্যতা পেয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল।
মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল দিলীপ কুমার পাল জানিয়েছেন, রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালকে আরটিপিসিআর কোভিড পরীক্ষা কেন্দ্র হিসেবে আইসিএমআর মান্যতা দিয়েছে। তিনি জানান, সব দিক বিচার বিবেচনা করার পর মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ল্যাব চালু করার বিষয়ে মান্যতা দেওয়া হয়েছে। নাইসেড থেকে টেস্ট কিট এসে পৌঁছলেই উত্তর দিনাজপুর জেলার কোভিড-১৯ পরীক্ষা রায়গঞ্জে শুরু হবে।
মালদহ ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আর স্যাম্পল পাঠানোর প্রয়োজন হবে না। প্রাথমিক অবস্থায় প্রতিদিন ২০০ পরীক্ষা করার টার্গেট নেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সেই সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন দিলীপবাবু।
Be the first to comment