সুজয় ঘোষ, কলকাত: চিকিৎসায় গাফিলতি হলে সেটা ৬ মাসের মধ্যে নিস্পত্তি করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। কিন্তু এই বিজ্ঞপ্তির বিরোধীরা রাজ্য মেডিক্যল কাউন্সিল। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই বিজ্ঞপ্তির জেরে আশার আলো দেখছে চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যু হওয়া অনেক রুগির পরিবারই। আর এবার রাজ্যের যে কোনও হাসপাতালে চিকিৎসায় গাফিলতি থাকলে রুগির পরিবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে আবেদন করতে পারবেন। আর ৬ মাসের মধ্যে সেই অভিযোগ নিস্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। আর এই অভিযোগ যেতে পারে এমসিআই এর এথিক্যাল কমিটিতেও।
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানান, “ এম সি আই ও জাতীয় স্বাস্থ্য কমিশনকে এই বিল এর বিষয়ে অবহিত করা হয়েছে। চিকিৎসায় গাফিলতি এর বিষয়টি দ্রুত সমাধান করতে হবে”
আর কেন্দ্রীয় সরকার রাজ্য মেডিক্যাল কাউন্সিলগুলিকে কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে। আর এই কমিটি তৈরি করে এই সমস্যা সমাধান করার নির্দেশ দিয়েছে।
রাজ্যের একটি স্বেচ্ছাসেবী সংস্থা তথ্য জানার অধিকার(RTI) আইনে রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে জানা যায় চলতি বছরে ২০১৭ সালের জুন মাস অবধি অভিযোগের সংখ্যা ৫২ টি। কিন্তু এই অভিযোগ নিষ্পত্তি সংখ্যা একটিও নয়। ২০১৬ সালে অভিযোগের সংখ্যা ১০৬ টি নিষ্পত্তি মাত্র ৩ টি। ২০১১-১৭ সাল পর্যন্ত অভিযোগের সংখ্যা ৫৫৭ টি আর ৪৪২ টি এখনও নিষ্পত্তি হয় নি। যদিও রাজ্য মেডিক্যাল কাউন্সিল এই বিষয়ে দায় ঝেরে ফেলেছে।
রাজ্য মেডিক্যাল কাউন্সিল এর সভাপতি নির্মল মাঝি বলেন, “ বাম জামানায় রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রায় ১ হাজার কেস ছিলো। কিন্ত এখন মাত্র ৭ ট কেস পেন্ডিং আছে। বেশিরভাগ কেস সুষ্ঠ ভাবে সমাধান হয়ে গিয়েছে।”
Be the first to comment