মেনে চলতে হবে ‘দো গজ দূরি’, পড়তে হবে মাস্ক: নরেন্দ্র মোদী

Spread the love

করোনা নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন যতদিন না পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের প্রত্যেককে ‘দো গজ দূরি’ মেনে চলতে হবে। একই সঙ্গে মাস্ক ও পড়তে হবে।

শুক্রবার উত্তরপ্রদেশে ‘আত্ম নির্ভর উত্তর প্রদেশ রোজগার যোজনা’ উদ্বোধনে ভিডিও কনফারেন্সে বার্তা দেওয়ার সময় এই বার্তা দেন নরেন্দ্র মোদী।

তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, করোনার উদ্দেশ্যে লড়াই এখনই বন্ধ হওয়ার না। তিনি দেশবাসীকে কাজে বেরোতে বলে মাস্ক ও দো গজ দূরি মেনে চলতে বলেছেন।

উল্লেখ্য, ক্করোনার মধ্যে লকডাউনে উত্তরপ্রদেশ ফিরেছ কোটি কোটি শ্রমিক।। এবার রাজ্যের মধ্যেই তাঁদের কাজের সুবিধা করে দেবার জন্য ‘আত্ম নির্ভর উত্তর প্রদেশ রোজগার যোজনা’ চালু করছে সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে বলেছেন আমরা আমাদের জীবনে উত্থান-পতন দেখেছি, সামাজিক জীবনে বিভিন্ন ধরণের অসুবিধা রয়েছে। কিন্তু কেউ ভাবেন নি যে এত বড় সংকট পুরো বিশ্ব জুড়ে আসবে। এটা এমন সংকট যেখানে লোকেরা চাইলেও সহায়তা করতে অক্ষম।

https://www.facebook.com/narendramodi/videos/640531223510556/?flite=scwspnss&extid=FVaTaZOopKuL64g3

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*