সুজয় ঘোষ, কলকাতাঃ এবার পিকনিক গার্ডেনের সাউথ সাব-আরবান ক্লিনিকের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ। একটি সুস্থ মানুষকে এইচআইভি পজিটিভ রিপোর্ট ধরানো হয়েছে।
পিকনিক গার্ডেনের বাসিন্দা দেবজিৎ ঘোষ। বৃহদন্ত্রে অস্ত্রপাচারের জন্য এই ক্লিনিকে ভর্তি হয়েছিলো। এই অস্ত্রপচারের আগে এই ক্লিনিকের তরফে বেশ কিছু রক্তপরীক্ষা করা হয়। আর এই রক্তপরীক্ষায় বিপত্তি ঘটে। দেবজিৎ ঘোষ কে জানান, এই অস্ত্রপাচার হবে না। কারণ তার রক্তে এইচআইভি ওয়ান ও এইচআইভি দুটোই পজেটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। এর পরই দেবজিৎ বাবু ক্রমশ মানসিক অবসাদে ভুগছিলেন। এর পর তিনি এই অবসাদ নিয়েই এই ক্লিণিক ছাড়েন। দেবজিৎ বাবুর অফিসের এক সহ কর্মী তাকে পরামর্শ দেন আপনি বাইরে কোনও একটি হাসপাতালে ফের একবার রক্তপরীক্ষা করান। তাই দেবজিৎ বাবু তার বন্ধুর কথামত কলকাতা ন্যাশানাল মেডিক্যাল হাসপাতালে রক্তপরীক্ষা করান। এই রক্তপরীক্ষার রিপোর্ট দেখে দেবজিৎ বাবুর চক্ষু চড়ক গাছ। দুটি রিপোর্টেই নেগেটিভ পাওয়া যায়।
এর পর পুরো ঘটনার বিবরণ দিয়ে দেবজিৎ ঘোষ আজ স্বাস্থ্য কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন। কী ভাবে এই ঘটনা হল সেটা নিয়ে দেবজিৎ বাবু অবাক হয়েছে। কী ভাবে এই ক্লিনিক এই রিপোর্ট দিলো। এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরেও তিনি লিখিত অভিযোগ জানাবেন বলে তিনি জানিয়েছেন।
এই ক্লিনিকের ডিরেক্টর নারায়ন চক্রবত্তী কে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে চান নি। কেবল বলেন এই ঘটনায় তার ক্লিনিকের কোনও কোনও দোষ নেই ।
Be the first to comment