আজও বেশি দামি ডিজেল, দিল্লিতে পেট্রলও লিটারে ৮০ ছাড়ালো! জানুন কলকাতার দাম

Spread the love

জ্বালানির মূল্যবৃদ্ধি এখনও অব্যাহত। দিন দিন বেড়ে চলেছে পেট্রল-ডিজেলের দাম। দিল্লিতে লিটারে পেট্রলের থেকে দামি হয়ে গিয়েছে ডিজেল। বুধবার থেকে আজ তৃতীয় দিনেও সেই একই ধারা বজায় রয়েছে। শুক্রবারও বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম।

বৃহস্পতিবার শহরে লিটারে পেট্রলের দাম ছিল ৮১.৬১ টাকা। ডিজেল এক লিটার কিনতে লেগেছে ৭৫.১৮ টাকা। তবে শুক্রবার শহরে পেট্রলের দাম বেড়ে লিটারে হয়েছে ৮১.৮২ টাকা। ডিজেলের দাম লিটারে ৭৫.৩৪ টাকা। বুধবার দিল্লিতে পেট্রলের দাম ছিল লিটারপিছু ৭৯.৭৬ টাকা। ডিজেলের দাম তার থেকেও বেড়ে লিটারে ৭৯.৮৮ টাকা হয়ে যায়। বৃহস্পতিবার সেই ধারা অব্যাহত থাকে।

লিটারে ৮০ টাকা ছাড়িয়ে যায় ডিজেলের দাম। রাজধানীতে পেট্রলের দাম বৃহস্পতিবার লিটারপিছু ছিল ৭৯.৯২ টাকা এবং লিটারপিছু ডিজেলের দাম ছিল ৮০.০২ টাকা। শুক্রবার পেট্রলের দামও দিল্লিতে ৮০ টাকা ছাড়িয়ে যায়। এ দিন সেখানে পেট্রলের দাম হয়েছে লিটারে ৮০.১৩ টাকা এবং ডিজেলের দাম লিটারে হয়েছে ৮০.১৯ টাকা।

চার মেট্রো শহরে বুধবার লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক একনজরে…

শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
কলকাতা ৮১.৮২, ৭৫.৩৪
দিল্লি ৮০.১৩, ৮০.১৯
মুম্বই ৮৬.৯১, ৭৮.৫১
চেন্নাই ৮৩.৩৭ ৭৭.৪৪

প্রথা অনুযায়ী দেশে সবসময়ই পেট্রলের থেকে দাম বেশ কিছুটা কম থাকে ডিজেলের। দেশের বেশিরভাগ জিনিসপত্র সরবরাহকারী ট্রাক চলে ডিজেলে। চলে বাস, ট্যাক্সি, ক্যাব। অনেকে তো আবার খরচ বাঁচাতে অনেক বেশি দাম দিয়ে ডিজেলচালিত গাড়ি কেনেন, যাতে মাসিক তেলের খরচটা নাগালের মধ্যে রাখা যায়। কিন্তু দিল্লির এই ডিজেলের দাম বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে আম জনতার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এতটা কম থাকা সত্ত্বেও কী ভাবে পেট্রল ও ডিজেলের দাম ক্রমে আকাশছোঁয়া হয়ে চলেছে, তা নিয়ে প্রশ্ন তোলেন দেশবাসী।

১৬ মার্চ থেকে টানা ৮২ দিন অপরিবর্তিত থাকার পর বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের দাম। ডিজেলের দাম বাড়ায় বেসরকারি বাসের মালিকরা ইতোমধ্যেই ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, করোনা সংক্রমণের ভয় ও সরকারি নির্দেশের জেরে এমনিতেই কম সংখ্যক যাত্রী নিয়ে বাস চালাতে হচ্ছে। তার ওপর এত চড়া দরে ডিজেল কিনতে হলে, তাঁদের আরও ক্ষতি হবে। তাই মালিকরা দাবি জানিয়েছেন, ভাড়া বাড়ানো হোক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*