১ জুলাই থেকে চলতে পারে মেট্রো রেল। নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায়, ‘১ জুলাই থেকে মেট্রো চলতে পারে। তবে যতগুলি আসন রয়েছে, ততগুলিই আসনেই যাত্রী বসবে। সেইমতো টিকিট বিক্রি করতে হবে।’ শুধু তাই নয়, মেট্রোর আসন সঠিকভাবে ‘স্যানিটাইজ’ করাও বাধ্যতামূলক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয় নিয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকার কথা বলছে বলেও জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় আনলক-এর (Unlock 1) প্রথম পর্যায় শেষ হওয়ার আগেই আগামী ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন ঘোষণা করেছে নবান্ন। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী, ১২ অগস্টের আগে দেশে ট্রেন-মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা ছিল না।
এরমধ্যেই গতকাল ভারতীয় রেলের তরফে ১২ অগস্ট পর্যন্ত মেল, এক্সপ্রেস ও শহরতলির মধ্যে যাত্রাবাহী ট্রেন বাতিলের কথা বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। তবে গণপরিবহণের অন্যতম মাধ্যম মেট্রো সম্পর্কে বিজ্ঞপ্তিতে ছিল না। লকডাউনে দীর্ঘ দিন ধরেই বন্ধ মেট্রো পরিষেবা।
যদিও মেট্রো চালানো নিয়ে কেন্দ্র-রাজ্য একমত হলে যাতে সময়ে পরিষেবা শুরু করা যায়, তার প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
তবে যাত্রীদের প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা থেকে শুরু করে প্রতি স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকার ভিড় নিয়ন্ত্রণ-ব্যবস্থা কী হতে পারে, স্টেশন-সংলগ্ন এলাকাই বা কেমন, কত তাড়াতাড়ি যাত্রীরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে পড়তে পারেন এবং অবশ্যই যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার কী ব্যবস্থা হতে পারে- তারই নকশা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে পুরোদমে।
মাসখানেক আগেই শুধু মেট্রো-কর্মীদের নিয়ে চলতে শুরু করেছে ‘স্টাফ স্পেশাল’ মেট্রো রেল। প্রতি স্টেশনে যাত্রীদের নির্দিষ্ট দূরত্ব মেনে প্রবেশ করানোর জন্য একটি করে অন্তর স্মার্ট গেট ব্যবহার, কাউন্টারে যাত্রীদের দাঁড়ানোর নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা, যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা ইতোমধ্যেই করা হয়েছে। সংক্রমণ এড়াতে টোকেন বন্ধ করে কেবলমাত্র স্মার্টকার্ড ব্যবহারের পরিকল্পনাও করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আশা রয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়েও। গত সপ্তাহেই সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত অংশের পরিদর্শন করে গিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটির প্রতিনিধিরা। মনে করা হচ্ছে, সম্মতি মিললে শীঘ্রই সল্টলেক সেক্টর-৫ থেকে একেবারে ফুলবাগান পর্যন্তই ট্রেন চালানো যাবে।
Be the first to comment