উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্পষ্ট জানিয়ে দিলেন জুলাই মাসের ২,৬ ও ৮ তারিখে যে তিনটি পরীক্ষা হওয়ার কথা ছিল তা বাতিল করা হচ্ছে।
তাহলে এই তিনটি পরীক্ষা কী হবে? এ ব্যাপারে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরে কবে কী ভাবে পরীক্ষা নেওয়া যায় সেই সিদ্ধান্ত যথাসময়ে ঘোষণা করা হবে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন জুলাই মাসের যে তিন দিন পরীক্ষা নির্ধারিত ছিল তা হচ্ছে না।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন,‘আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে পদক্ষেপ গ্রহণ করা হবে। আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশে পরীক্ষা বাতিল। ৩১ জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশের চেষ্টা হচ্ছে।’
বেশ কয়েকটি পরীক্ষা বাকি ছিল। পরে সরকারের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি গ্রহণনের দিনক্ষণ জানানো হয়েছিল। জানানো হয়েছিল, ২ জুলাই হবে এডুকেশন, পদার্থবিদ্যা, নিউট্রিশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা। ৬ জুলাই সংস্কৃত, রসায়ন, অর্থনীতি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, পার্সি, আরবি এবং ফরাসি পরীক্ষা হবে। ৮ জুলাই হবে ভূগোল, স্ট্যাটিসটিকস, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
শুক্রবার আপাতত এই পরীক্ষাগুলি বাতিলের কথা জানালেন শিক্ষামন্ত্রী। এছাড়া, আগামী মাসের ১৫ তারিখের মধ্যে প্রকাশিত হবে সিবিএসই-আইএসসিইর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। সিবিএসই পরীক্ষা নিয়ে শুনানি শেষে শুক্রবার একথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।
এছাড়াও নম্বর দেওয়ার ক্ষেত্রে মানা হবে কিছ বিশেষ পদ্ধতি। গড় নম্বরে সন্তুষ্ট না হতে ফের পরীক্ষার জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। ৩টির বেশি বিষয়ে পরীক্ষায় বেস্ট অফ থ্রি হিসাবে গড়ে নম্বর দেওয়া হবে। বাকি বিষয়ের নম্বর আসবে বেস্ট অফ থ্রি গড়ে। ৩টির বিষয়ে পরীক্ষা দিলে বেস্ট অফ টু গড়ে মিলবে নম্বর। অতএব বাকি বিষয়ের নম্বর মিলবে বেস্ট অফ টু গড়েই। একটি পরীক্ষা দিলে আগের পরীক্ষার ভিত্তিতে হবে মূল্যায়ন। সেই সঙ্গে যোগ হবে প্র্যাক্টিক্যাল পরীক্ষার গড় নম্বর।
অন্যদিকে জুলাইয়ে আইসিএসসি-আইএসসি এবং সিবিএসই-র দশম-দ্বাদশের পরীক্ষা বাতিল। সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলে ইচ্ছুকরা বসতে পারে সিবিএসই-র দ্বাদশের পরীক্ষায়। তবে নতুন করে পরীক্ষার সুযোগ থাকছে না আইসিএসসি-আইএসসি-র। কিন্তু উচ্চমাধ্যমিক নিয়ে এখনও ধোঁয়াশা। সূত্রের খবর, স্থগিত হতে পারে জুলাইয়ের পরীক্ষা।
শুনুন কী বললেন শিক্ষামন্ত্রী?
https://m.facebook.com/story.php?story_fbid=308859756957068&id=100034991394269
Be the first to comment