বাগনানে তরুণীকে শ্লীলতাহানি ও তার মায়ের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। আজ উলুবেড়িয়া প্রেস ক্লাবে এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক পুলক রায় ও বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন।
তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি বিধায়ক পুলক রায় বলেন, ‘বাগনানের ঘটনায় প্রধান অভিযুক্ত কুশ বেরা ও তার স্ত্রী পঞ্চায়েত সদস্য রমা বেরাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। নির্যাতিতার পরিবারকে আইনি সহায়তা সহ সমস্ত রকমের সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যে ওই পরিবারকে তা জানিয়েও দেওয়া হয়েছে। ওই পরিবারের যে মহিলার মৃত্যু হয়েছে তাঁর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হলেই দলের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে।’
বাগনানের বিধায়ক অরুনাভ সেন বলেন, ‘ঘটনার পর এই দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে এই ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক কাউকে ক্ষমা করা হবে না। ঘটনার পরেই পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিক্ষোভের সময় অভিযুক্ত কুশ বেরার বাড়ি থেকে ধারালো অস্ত্র ছোঁড়ায় একজন গুরুতর ভাবে আহত হন। এই ঘটনার অভিযুক্তকেও ক্ষমা করা হবে না।’
Be the first to comment