বাংলায় ফের একদিনে আক্রান্ত ৫০০-এর বেশি, মৃত্যু হলো ১৩ জনের

Spread the love

পশ্চিমবঙ্গে একদিনে নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ফের ৫০০ ছাড়িয়ে গেল। এর মধ্যে কলকাতা ছাড়াও হাওড়া ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির গ্রাফ সরকারি কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ, এই তিন জেলায় আরও শতাধিক ব্যক্তির শরীরে গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতিও চিন্তাজনক। এর মধ্যে করোনার কোপে ক্রমবর্ধমান মৃতের সংখ্যা নবান্নের চিন্তা বাড়িয়েছে।

এদিন সন্ধ্যায় প্রকাশিত করোনা বুলেটিন অনুসারে, রাজ্যে আরও ৫২১ জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৭১১ জন। আর রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৪ জন। এখনও পর্যন্ত মোট ১০ হাজার ৭৮৯ জন সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন। আর ৫ হাজার ২৯৩ জনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। 

এই মুহূর্তে রাজ্যে করোনা-মুক্তির হার দাঁড়িয়েছে ৬৪.৫৬ শতাংশ। অন্যদিকে, এই মারণ ভাইরাস আরও ১৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে রাজ্যে এখনও পর্যন্ত ৬২৯ জন করোনায় প্রাণ হারালেন।

কলকাতায় আরও ১৪১ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ফলে শহরে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ জন। এর মধ্যে ৩ হাজার ১২৩ জন সম্পূর্ণ সুস্থ এবং ১ হাজার ৯২০ জনের চিকিৎসা চলছে। আর শহরে এই মারণ ভাইরাসে কেড়ে নিয়েছে ৩৫৯ জনের প্রাণ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ দিকে, উত্তর ২৪ পরগনা জেলায় আরও ১১৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। 

ফলে জেলায় এখনও পর্যন্ত ২ হাজার ৫৪৫ জন ব্যক্তি সংক্রমিত হলেন। এর মধ্যে ১ হাজার ৫৫৩ জন সম্পূর্ণ সুস্থ, ৮৯৫ জনের চিকিৎসা চলছে এবং ৯৭ জনের মৃত্যু হয়েছে। হাওড়াতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮১ জন। এ মধ্য়ে ১ হাজার ৭০১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন, ৬৮৯ জনের চিকিৎসা চলছে এবং প্রাণ হারিয়েছেন ৯৭ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*