করোনা আবহে আগেই রাজ্যের চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের জন্য বিশেষ ধরনের সুযোগসুবিধার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রাথমিক স্বাস্থ্যকর্মীদের ইনসেনটিভ দেওয়া হবে বলে ঘোষণা করলেন তিনি। টুইটে সুখবরটি দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আগামী ১ জুলাই থেকেই মিলবে ইনসেনটিভ।
ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তাঁর নজরে রাজ্যের প্রত্যন্ত এলাকায় পরিষেবা প্রদানকারী প্রাথমিক স্বাস্থ্যকর্মীরা। রাজ্যের প্রত্যন্ত এলাকায় ভাল কাজ করার জন্য তাঁদের ইনসেনটিভ দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
রবিবার মুখ্যমন্ত্রী পরপর দু’টি টুইট করেন। তিনি লেখেন, “রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকর্মীরা মূলত প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি ঘুরে অন্তঃসত্ত্বা মহিলা, শিশু, অপুষ্টিতে ভুগছেন এমন মানুষদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন। এছাড়াও যাতে যক্ষা কোনওভাবে বাড়তে না পারে সেদিকেও খেয়াল রাখেন। তাঁদের কাজে আমি খুবই খুশি। তাই রাজ্য সরকারের তরফে তাঁদের ইনসেনটিভ দেওয়া হবে। রাজ্যের কমপক্ষে সাড়ে ছ’হাজার স্বাস্থ্যকর্মী এই ইনসেনটিভ পাবেন। চলতি বছরের ১ জুলাই থেকেই ইনসেনটিভ মিলবে তাঁদের।”
Be the first to comment