সেনা-জঙ্গি সংঘর্ষে অনন্তনাগে মৃত ৩ জঙ্গি, ২২ দিনে খতম ৩৮ জঙ্গি

Spread the love

সোমবার জম্মু-কাশ্মীরের অন্তনাগে ফের একবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তারক্ষীদের ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির ৷ আপাতত ফায়ারিং বন্ধ থাকলেও গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা ৷ এখনও এলাকায় আরও জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ তাই এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে ৷ গত ২২ দিনে ৩৮ জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

নিরাপত্তারক্ষীদের কাছে গোপন সূত্রে খবর ছিল আনন্তনাগ এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে ৷ সেনা, স্থানীয় পুলিশ ও সিআরপিএফ মিলে যৌথ ভাবে অভিযান শুরু করে ৷ সার্চ অপারেশন শুরু হতেই একটি বাড়ি থেকে গুলি করতে শুরু করে জঙ্গিরা। এরপর সেনার তরফে পাল্টা গুলি করা শুরু হয়। শুরু হয় গুলির লড়াই।

দু’তরফের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির। 1 AK47 ও ২টি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার এনকাউন্টার নিয়ে গত ২২ দিনে ২৮ জন জঙ্গিকে খতম করা হয়েছে৷ এখনও পর্যন্ত এই বছর ১১৩ জঙ্গিকে খতম করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*