লকডাউন বাড়াল রাজ্য সরকার। আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন জারি রাখার সিদ্ধান্ত। আজ সোমবার লকডাউন বাড়ানো হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে মহারাষ্ট্র সরকার। বৈঠক শেষে নতুন করে ফের লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া। আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন জারি রাখার সিদ্ধান্ত মহারাষ্ট্র প্রশাসনের। আগামী ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত জারি থাকবে লকডাউন। এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।
মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে যে, সোশ্যাল ডিসটেন্স, জটলা কড়া ভাবে নিয়ন্ত্রণ করা হবে। শুধু তাই নয়, অফিসগুলিকে লকডাউন চলাকালীন ওয়ার্ক ফ্রম হোম করানোর উপরেই থাকার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে। মহারাষ্ট্র সরকারের একটা বৃহত অংশে সরকারি কর্মীরা বাড়িতে বসেই কাজ সামলাচ্ছেন। সেই কারণে বেসরকারি সংস্থাগুলিকেও সেই পথে যাওয়ার কথা বলা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রই অনেক রাজ্যকে পিছিয়ে ফেলেছে। এখনও পর্যন্ত সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৬২৬। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৫৭৫ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৪২৯ জনের। অর্থাৎ সেখানে এখনও করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭০ হাজার ৬২২।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর স্থানীয় প্রশাসন।মহারাষ্ট্রে ৩০ জুনের পরেও লকডাউন চলবে বলে রবিবারই ঘোষণা করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রবিবার জানিয়েছিলেন যে, ৩০ জুনের পরে লকডাউন বাড়ানো হবে। তবে কিছুক্ষেত্রে ছাড় দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। সেই মতো আজ আরও একমাসের জন্যে লকডাউন ঘোষণা করা হল।
অন্যদিক, নতুন করে সম্পূর্ণ লকডাউন জারি হল মণিপুরে। রবিবার সেই রাজ্যের সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত সেই লকডউন জারি করা হয়েছে।
তবে এক জেলা থেকে অন্য জেলায় বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে। তবে মেনে চলতে হবে সরকারি গাইডলাইন। অন্য কোনও পাবলিক ট্রান্সপোর্ট চলবে না। এমনটাই জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং।
এদিকে কর্ণাটকে এবার লকডাউন জারি করা হচ্ছে নতুনভাবে। শনিবার মুখ্যমন্ত্রীর দফতর থেকে সেই নিয়ম জারি করা হয়েছে। আগামী ৫ জুলাই থেকে এই নয়া নিয়ম জারি হচ্ছে। এবার থেকে সেই রাজ্যে প্রত্যেক রবিবার করে জারি হবে লকডাউন।
ওইদিন রাজ্যে সব পরিষেবা বন্ধ থাকবে। শুধু কিছু জরুরি পরিষেবা খোলা থাকবে। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি রয়েছে নাইট কার্ফু। সেই নিয়মে কিছু বদল আসছে। ২৯ জুন থেকে সেই নিয়ম বদলে নাইট কার্ফু জারি হচ্ছে রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত।
ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারও লকডাউন ঘোষণা করেছেন। আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।
Be the first to comment