করোনা পরিস্থিতিতে যে ভাবে চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফরা জীবন বাজি রেখে লড়াই করছেন তাঁদের স্যালুট জানাতে আগামী ১ জুলাই বুধবার রাজ্য সরকারি দফতরে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১ জুলাই চিকিৎসক দিবস। বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “আমরা সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কারদের স্যালুট জানাতে চাই। তাঁদের অবদানকে সম্মান জানাতেই ওই দিন পূর্ণ দিবস রাজ্য সরকারি দফতর ছুটি থাকবে।”
পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, আমরা কেন্দ্রকেও বলব ওই দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হোক। সমস্ত রাজ্যগুলিকেও আমি অনুরোধ করব ফ্রন্টলাইন ওয়ার্কারদের সম্মান জানাতে ওই দিন সব রাজ্য ছুটি ঘোষণা করুক।”
মুখ্যমন্ত্রী এদিন বলেন, করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ঠিকই কিন্তু বেশিরভাগই সুস্থ হয়ে উঠে বাড়ি ফিরে যাচ্ছেন। বাংলায় সুস্থ হওয়ার হার ৬৭ শতাংশে পৌঁছে গিয়েছে। এটা সম্ভব হচ্ছে ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্যই। আমরা তাঁদের সম্মান জানাতে চাই।
সোমবারের সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও জানান, টেলি মেডিসিন পরিষেবা চালুর ভাবনা-চিন্তাও শুরু করেছে রাজ্য। বিধানচন্দ্র রায়ের জন্মদিন অর্থাৎ চিকিৎসক দিবসের দিন থেকে এই পরিষেবা চালু করা হবে। এ ক্ষেত্রে ফোনেই চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে পারবেন রোগী এবং তাঁর পরিবার।
আগামী ১ জুলাই ১২ টা থেকে জেলায় জেলায় শুরু হবে এই পরিষেবা। প্রতিটি জেলার জন্য থাকবে আলাদা আলাদা নম্বর। এমনটাই ঘোষণা মুখ্যমন্ত্রীর। যদিও এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।
Be the first to comment