গুজরাটে ফলাফলের ট্রেন্ডে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি আর কংগ্রেসের ভেতর। ১৮২টি আসনের মধ্যে ১৮০টির ট্রেন্ড যা দেখা যাচ্ছে তাতে মধ্য গুজরাট ছাড়া সর্বত্রই কংগ্রেস ভালো ফল করছে। মুখ্যমন্ত্রী বিজয় রূপানি পিছিয়ে আছেন। উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেলও এখনো পর্যন্ত পিছিয়ে আছেন। অন্যদিকে রাধানগর কেন্দ্রে এগিয়ে আছেন অল্পেশ ঠাকুর। জিগনেস মেবানিও এগিয়ে আছেন। যদিও এইমাত্র খবর পাওয়া গেল বিজয় রূপানি অল্পের জন্য হলেও এগিয়েছেন। মোটের উপর বিজেপি এখন ৯০টি আসনে এগিয়ে আছেন। কংগ্রেস জিততে চলেছে ৮৮টি আসনে। অন্যান্যরা এগিয়ে ২টি আসনে। এইভাবে মোদি ম্যাজিক গুজরাটে কাজ করেনি বরং রাহুল ঝড়ে মোদির ভরাডুবি হতে চলেছে সে কথাই বলা যায়। বিজেপি যদিও বা কয়েকটি আসনে আগিয়ে আছে কিন্তু কংগ্রেসের এতো ভালো ফলাফল দেখে বলা যায় নৈতিক পরাজয় হয়েছে বিজেপির। এই মুহুর্তের পাওয়া খবরে ৯৪টি আসনে এগিয়ে পড়েছে বিজেপি। নেক টু নেক ফাইট ফলতো ম্যাজিক নাম্বারে পৌঁছবে বিজেপি। গুজরাটের ফলাফলে শেয়ার বাজারে ধস নেমেছে। সেনসেক্স নেমে গেছে ৭০০ পয়েন্টে।
Be the first to comment