নিউটাউনে নিজের বাসভবনের কাছে আক্রান্ত দিলীপ ঘোষ

Spread the love

নিজ বাসভবনের কাছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা । অভিযোগ স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে। নিউটাউনের জোতভীম এলাকার ঘটনা। ঘটনাস্থানে KLC থানার পুলিশ আসে। পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। আক্রান্ত হয়েছেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, “আমার উপর হামলা প্রায়ই হয়। নিউটাউনের বাড়ির পাশে চা খেতে যাই। আমার কর্মীরা অপেক্ষা করছিল। আমি যাওয়ার আগেই সেখানে চেয়ার ভেঙে ফেলা হয়। ছবি ছিঁড়ে ফেলা হয়। বাজার চত্বরে আমাকে ঢুকতে বাধা দেওয়া হয় । আমার সঙ্গেও ধাক্কাধাক্কি করে তারা। তাও বাজারে যাই। আমার সুরক্ষা কর্মীদের মারধর করা হয়। বেশ কয়েকটি গাড়ির কাচ ভাঙে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।”

দিলীপবাবু অভিযোগ করেন, তিনি যখন বাজার থেকে বেরিয়ে যান তারপর দলের কর্মীদের মারধর করে ফোন কেড়ে নেওয়া হয়। তাঁর কথায়, নিউটাউনে আসার পরেই কয়েকদিনের মধ্যে স্থানীয় তৃণমূলের কান গরম হয়ে গেছে। বাড়ির মালিককে ধমকানো হচ্ছে । বাড়ির কাগজপত্র ও প্ল্যান দেখানোর জন্য জোরজবরদস্তি করা হচ্ছে । শেষ পর্যন্ত গতকাল লালবাজার থানায় গিয়ে বাড়ির মালিককে কাগজপত্র দেখিয়ে আসতে হয়।

তিনি আরও জানান, “আমাকে নিয়ে কী সমস্যা হচ্ছে TMC-র তা বুঝে উঠতে পারছি না । আমাকে চা খেতে দিচ্ছে না, পাড়ায় বেরোতে দিচ্ছে না । বিভিন্নভাবে আমাকে রোখার চেষ্টা করছে । আমার উপর হামলা চালিয়েছে স্থানীয় তৃণমূল কর্মী মহসীনসহ বেশ কয়েকজন কর্মী ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*