ভয়াবহ ধসে মৃত্যু হল অন্তত ১০০ জনের। এখনও পর্যন্ত নিখোঁজ অনেকে অর্থাৎ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দমকল বিভাগ একটি ফেসবুক পোস্টে জানিয়েছে, শ্রমিকরা কাচিন রাজ্যের একটি খনি থেকে পাথর সংগ্রহ করছিল, সেসময় হঠাৎ ভূমিধসের জেরে এই দুর্ঘটনা ঘটে। ফেসবুক পোস্টে সকালে জানানো হয়, ৫০ টি লাশ উদ্ধার হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পরে আরও মৃতদেহ উদ্ধার হয়।
জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাতের পর মাটি ধসে পড়াতেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে। বর্তমানে কাদার মধ্যে থেকে মৃত শ্রমিকদের দেহ তোলা হচ্ছে।
শ্রমিকরা নিজেদের জীবন বাজি রেখে প্রতিনিয়ত খনিতে কাজ করেন। দাবি করা হয়েছে, ওই এলাকার খনির পরিকাঠামোর মান অত্যন্ত নিম্ন। প্রায়শই ছোট ছোট ধস হতেই থাকে। কখনও মৃত্যুও ঘটে। তবে এবার বৃষ্টির জেরে মাটির স্রোতে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গেল।
Be the first to comment