একদিনে আক্রান্ত ৬১১, বাংলায় মোট সংক্রমিত ১৯ হাজার ছাড়ালো

Spread the love

বাংলায় একদিনে করোনা আক্রান্তের ৬০০ ছাড়িয়ে গেল। ফলে মোট আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়াল ১৯ হাজার। এ দিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। একইভাবে সুস্থ হয়ে ওঠা ব্যক্তি এবং সুস্থতার হার ঊর্ধ্বমুখী।

গত মঙ্গলবার পর্যন্ত রাজ্যে মোট ১৮ হাজার ৫৫৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৬১১ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ হাজার ১৭০ দাঁড়িয়েছে বলে এদিন নবান্ন থেকে প্রকাশিত প্রতিবেদন জানানো হয়েছে। এর মধ্যে আরও ৩৯৮ জন সুস্থ হয়ে ওঠায় রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫২৮ জন। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে মোট ৫ হাজার ৯৫৯ জনের। এই মুহূর্তে সুস্থতার হার ৬৫.৩৫ শতাংশ।

এদিকে, করোনার কামড়ে রাজ্যে মৃত্যু মিছিল অব্যহত। একদিনে রাজ্যে আরও ১৫ জন এই মারণ ভাইরাসের বলি হয়েছেন। ফলে এখনও পর্যন্ত মোট ৬৮৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু হল।

রাজ্যে আরও ৯ হাজার ৫৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৯৭ হাজার ৫৭৬টি নমুনা পরীক্ষা করা হল। এর মধ্য়ে ৩.৮৫ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে।

কলকাতায় আক্রান্তের সংখ্য়া প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। শহরে আরও ২৩৮ জন নতুন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। ফলে এখনও পর্যন্ত ৬ হাজার ২২২ জন এই ভাইরাসে সংক্রমিত হলেন। এর মধ্যে ৩ হাজার ৮৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। ১ হাজার ৯৫৮ জনের চিকিৎসা চলছে। আর মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। উত্তর ২৪ পরগনার পরিস্থিতিও ক্রমশ ঘারাল হয়ে উঠছে। জেলায় আক্রান্তের সংখ্য়া দাঁড়িয়েছে ৩ হাজার ৮৬ জন। এর মধ্যে ১ হাজার ৭৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। আর মৃত্যু হয়েছে ১০৫ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*