প্রয়াত হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৫১ বছর। দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন তিনি।
১৯৯৫ সালে কলকাতা হাইকোর্টে নিজের আইন ব্যবসা শুরু করেন প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়। খুব অল্প সময়েই নামডাক হয় তাঁর। ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার বদলের পর রাজ্য সরকারের আইনজীবীদের মধ্যে জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল করা হয়েছিলো তাঁকে। ২০১৭ সালে কলকাতা হাইকোর্টের অ্যাডিশনাল জজ হিসাবে নিযুক্ত হন তিনি।
এদিন সকালে তাঁর প্রয়াণের খবর আসতেই শোকপ্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২
স্মারক সংখ্যাঃ ৯০/আইসিএ/এনবি
তারিখঃ ০৩/০৭/২০২০
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।
তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫১ বছর।
তিনি ১৯৯৫ সালে কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট হিসাবে যোগ দেন। ২০১৭ সালে শ্রীব্যানার্জী কলকাতা হাইকোর্টের বিচারক পদে আসীন হন।
তিনি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনর ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
তাঁর অকাল প্রয়াণে বিচার জগতে এক শূন্যতার সৃষ্টি হল।
আমি প্রতীক প্রকাশ ব্যানার্জীর
পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায়
Be the first to comment