লকেট করোনা পজিটিভ, নিজেই টুইট করে জানালেন সে কথা

Spread the love

জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ ধরেই নিজেকে আইসোলেশনে রেখেছিলেন বাংলার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। কয়েক দিন আগে নমুনা পাঠানো হয়েছিল কোভিড টেস্টের জন্য। আজ, শুক্রবার জানা গেছে, করোনা হয়েছে তাঁর।

একথা নিজেই টুইটার হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন লকেট। লিখেছেন, “সামান্য জ্বর আছে, গত এক সপ্তাহ ধরেই নিজেকে আইসোলেশনে রেখেছি আমি। এমনিতে সব ঠিক আছে, সময়মতো জানাব।”

এই প্রথম বিজেপি দলের কোনও সদস্যের করোনা ধরা পড়লো। এর আগে তৃণমূলের কয়েক জন নেতামন্ত্রী আক্রান্ত হয়েছেন এই সংক্রমণে। এমনকি মারাও গিয়েছেন তৃণমূল নেতা তমোনাশ ঘোষ।

গত মাসের ২২ তারিখ তমোনাশবাবুর শরীরে কোভিডের সংক্রমণ ধরা পড়েছিল। সেদিনই তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বলতে গেলে প্রায় শুরু থেকেই তাঁর তীব্র শ্বাসকষ্টের সমস্যা ছিল। তাই হাসপাতালে ভর্তি হওয়ার পর পরই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।

যদিও লকেট চট্টোপাধ্যায় গত এক সপ্তাহ আইসোলেশনে রয়েছেন, তবু তার আগে তিনি কোথায় গেছিলেন, কাদের সঙ্গে মিশেছিলেন, তা ভাল করে খোঁজ নেওয়া হচ্ছে দলের তরফেই।

লকেটের পরিবারের সদস্যদেরও কোয়ারেন্টাইন করা হয়েছে তাঁর করোনা পজ়িটিভ ধরা পড়ার পরেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*