ক্রিকেটের নতুন সংস্করণ টি-টেনের আসর শেষ হল। টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ান হলো কেরালা কিংস। রবিবার রাতে পাঞ্জাবি লিজেন্ডসকে ৮ উইকেটে পরাজিত করে কেরালা কিংস। শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে পাঞ্জাবি লিজেন্ডস। জবাবে ১২ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেরালা কিংস। একইদিনে টুর্নামেন্টের সেমিফাইনালে মারাঠা অ্যারাবিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কেরালা কিংস। অন্যদিকে পাখটুন্সকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে পা রাখে পাঞ্জাবি লিজেন্ডস।
ফাইনালে আগে ব্যাটিং করতে নেমে পাঞ্জাবি লিজেন্ডসকে বড় রান করতে দেওয়ার কৃতিত্ব লুক রনকির। এই নিউজিল্যান্ড ব্যাটসম্যান ৩৪ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
১২১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে কেরালা কিংসকে চ্যাম্পিয়ান করার পথে পল স্টারলিং ও ইয়ন মরগ্যান হাফসেঞ্চুরি করেন। স্টারলিং ২৩ বলে ৫২ এবং মরগ্যান ২১ বলে করেন ৬৩ রান।
Be the first to comment