সব রেকর্ড ভেঙে বাংলায় একদিনে করোনা আক্রান্ত আক্রান্ত ৭৪৩

Spread the love

ফের একবার করোনা আক্রান্তের সর্বোচ্চ সীমা পেরিয়ে গেল বাংলায়। শনিবারের বুলেটিন অনুযায়ী, বাংলায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৩ জন৷

মৃত্যু হয়েছে ১৯ জনের৷ সুস্থ হয়েছেন ৫৯৫ জন। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ২৩১ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬৩২৯ জন৷

শনিবারের রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী,গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৩ জন৷ নতুন করে মৃত্যু হয়েছে ১৯ জনের৷ ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩৬ জনে৷ একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বাড়ল ১২৯ জন৷

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৯৫ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪,১৬৬ জন৷ যা শতাংশের হিসেবে ৬৬.৭২ শতাংশ৷ যে ১৯ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতারই ৮ জন৷ উত্তর ২৪ পরগনার ৩ জন৷ হাওড়ার ৩ জন৷ পশ্চিম বর্ধমান ২ জন৷ পূর্ব মেদিনীপুর ১ জন৷ পশ্চিম মেদিনীপুর ১ জন৷ মালদার ১ জন৷

বাংলায় নতুন করে টেস্ট হয়েছে ১১০১৮টি৷ তবেএই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৭২ জনের৷ প্রতি মিলিয়নে টেস্ট ৫৮৯০ জন৷ যা শতাংশের হিসেবে ৪.০১ শতাংশ৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫১টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷

বাংলায় ৭৯ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ২৬ টি হাসপাতাল ও ৫৩ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে আইসিইউ শয্যা রয়েছে ৯৪৮টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৩৯৫টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷

এই পর্যন্ত শুধু কলকাতায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪১০ জন৷ মোট আক্রান্ত ৬,৮৬৪ জন৷ এর মধ্যে গত ২৪ ঘন্টায় শহরে আক্রান্ত ২৪২ জন৷ নতুন করে ছাড়া পেয়েছেন ১৬৫ জন৷ ফলে কলকাতায় মোট ছাড়া পেলেন ৪৩০৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২১৪৭ জন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*