ফের একবার করোনা আক্রান্তের সর্বোচ্চ সীমা পেরিয়ে গেল বাংলায়। শনিবারের বুলেটিন অনুযায়ী, বাংলায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৩ জন৷
মৃত্যু হয়েছে ১৯ জনের৷ সুস্থ হয়েছেন ৫৯৫ জন। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ২৩১ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬৩২৯ জন৷
শনিবারের রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী,গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৩ জন৷ নতুন করে মৃত্যু হয়েছে ১৯ জনের৷ ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩৬ জনে৷ একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বাড়ল ১২৯ জন৷
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৯৫ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪,১৬৬ জন৷ যা শতাংশের হিসেবে ৬৬.৭২ শতাংশ৷ যে ১৯ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতারই ৮ জন৷ উত্তর ২৪ পরগনার ৩ জন৷ হাওড়ার ৩ জন৷ পশ্চিম বর্ধমান ২ জন৷ পূর্ব মেদিনীপুর ১ জন৷ পশ্চিম মেদিনীপুর ১ জন৷ মালদার ১ জন৷
বাংলায় নতুন করে টেস্ট হয়েছে ১১০১৮টি৷ তবেএই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৭২ জনের৷ প্রতি মিলিয়নে টেস্ট ৫৮৯০ জন৷ যা শতাংশের হিসেবে ৪.০১ শতাংশ৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫১টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷
বাংলায় ৭৯ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ২৬ টি হাসপাতাল ও ৫৩ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে আইসিইউ শয্যা রয়েছে ৯৪৮টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৩৯৫টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷
এই পর্যন্ত শুধু কলকাতায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪১০ জন৷ মোট আক্রান্ত ৬,৮৬৪ জন৷ এর মধ্যে গত ২৪ ঘন্টায় শহরে আক্রান্ত ২৪২ জন৷ নতুন করে ছাড়া পেয়েছেন ১৬৫ জন৷ ফলে কলকাতায় মোট ছাড়া পেলেন ৪৩০৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২১৪৭ জন৷
Be the first to comment