লাদাখ সফরের পর প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি বৈঠক

Spread the love

রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ সকাল ১১.৩০ নাগাদ রাষ্ট্রপতি ভবনে পৌঁছন প্রধানমন্ত্রী৷ কিন্তু কোন কোন বিষয় নিয়ে কথা হয়েছে দু’জনের তা এখনও স্পষ্ট নয়৷ তবে মনে করা হচ্ছে যে জাতীয় বিষয় নিয়ে কথা হয়েছে কোবিন্দ-মোদির৷

লাদাখ সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী মোদি৷ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রায় ৪০ মিনিট কথা হয়েছে৷ মনে করা হচ্ছে জাতীয় বিষয় নিয়ে কথা হয়েছে দু’জনের৷ এমনকি আন্তর্জাতিক বিষয় নিয়েও কথা হয়েছে তাদের বলে জানা গিয়েছে৷

শুক্রবার লাদাখে যান প্রধানমন্ত্রী৷ গালওয়ান উপত্যকায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি৷ দেখা করেন আহত সেনা জওয়ানদের সঙ্গেও৷ সীমান্তের উত্তেজনা নিয়ে এরপর নিজের বক্তব্যও রাখেন তিনি৷

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাক্ষাৎ নিয়ে একটি ট্যুইট করেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু৷ তিনি লেখেন, ‘দেশের ভিতরে ও বাইরে কঠিন সময় চলছে৷ কিন্তু আমরা আত্মবিশ্বাসী এই সময় কাটিয়ে উঠতে পারব’৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*