‘তাড়াহুড়োয় কোথাও কোথাও সমস্যা দেখা দিয়েছে’, আমফান ত্রাণ দুর্নীতি ইস্যুতে বললেন মমতা

Spread the love

আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় ত্রাণ বিলি নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে৷ বিজেপি-সহ বিরোধীরা শাসক দলকে নিশানা করছে দুর্নীতি ইস্যুতে৷ এ হেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আমফানের ত্রাণ বিলিতে তাড়াহুড়োয় কোথাও কোথাও সমস্যা দেখা দিয়েছে৷’

সোমবার সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘করোনা ও আমফানের সঙ্গে একা লড়ছি৷ দু’একটা জায়গায় সমস্যা হয়েছে৷ ভরসা রাখুন৷ দুর্গতরা টাকা পাবেন৷ কেউ বঞ্চিত হবেন না৷ অল্প সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্ষতিগ্রস্থদের কাছে ত্রাণ সামগ্রী, টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই কারণেই বেশ কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই৷’

আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিলিতে দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে গত শুক্রবারও দলের ভার্চুয়াল বৈঠকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা৷ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী জানিয়ে দেন, আমফানের ত্রাণে দুর্নীতিতে যুক্ত থাকলেই দল থেকে তাকে বহিষ্কার করা হবে৷ কোনও ব্যক্তির জন্য দল ভুগবে না ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*