সকাল বেলায় ইভিএমের ফলাফলে যখন প্রকাশ পাচ্ছিল তখন বিজেপির নেতৃত্বে কপালে ছিল চিন্তার ভাঁক। সকাল ৯টা নাগাদ ফলাফলের যা ট্রেন্ড ছিল তাতে হাড্ডাহাড্ডি লড়াই করছিল দুই দল বিজেপি ও কংগ্রেস। কখনো একদল ৮৮ তো আরেকদল ৯০, কখনো উল্টোটা। কিন্তু আরেকটু বেলা পড়তেই বোঝা গেল বিজেপি সরকার গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। ম্যাজিক নাম্বার পেরিয়ে ১০৮টি আসন পেরোতে চলেছে। অন্যদিকে কংগ্রেস ৬৯টি আসন জয়ী হতে চলেছে। বাকি দলগুলি ৫টি আসন পাচ্ছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পিছিয়ে থেকেও শেষ মুহুর্তে জয়লাভ করলেন। অন্যদিকে জিগনেস-অল্পেশও জয়ের পথে। বিজেপি পেয়েছে ৪৯ শতাংশ ভোট অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৪১.৭ শতাংশ ভোট। বাকিরা পেয়েছে ৯.৩ শতাংশ ভোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাট জয়ে সংসদ চত্বরে ভিকট্রি সাইন দেখান। বিজেপি আপাতত বৈতরনী পের হলো ঠিকই কিন্তু শক্তিশালী বিরোধী হয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলবে কংগ্রেস সেই পথও পরিস্কার হয়ে গেলো। তাই কলকাতা রাজ্য বিজেপি অফিসে যখন মিষ্টি বিতরণ, গেরুয়া আবির মাখানো এবং বাজি পটাকা পোড়ানো চলছে সেই জায়গায় গুজরাট বিজেপি দপ্তর তুলনামুলক ভাবে সংযত।
Be the first to comment