আনুষ্ঠানিক ফলঘোষণা তখনও হয়নি। গুজরাট ও হিমাচল প্রদেশে কংগ্রেসকে হোয়াইট ওয়াশ করার ইঙ্গিত পেয়েই ভিকট্রি সাইন দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার, সংসদে প্রবেশ করার আগে গাড়ি থেকে নেমে হাতজোড় করে প্রণাম জানানোর পাশাপাশি ভিকট্রি সাইন দেখান মোদি। প্রাথমিক পর্বের লড়াইয়ে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। তবে সময় গড়াতেই স্পষ্ট হলো, গুজরাটের সর্বেসর্বা নরেন্দ্র দামোদরদাস মোদীই। আরও একবার দলকে নির্বাচনী বৈতরনী পার করালেন নমো। আর সেই খুশিই এদিন ধরা পড়ল তাঁর চোখেমুখে। সোমবার শীতকালীন অধিবেশনে সংসদে ঢোকার মুখে ‘ভিকট্রি সাইন’ দেখালেন মোদী।
অন্যদিকে, সোমবার প্রথম থেকেই বিজেপিকে সমানে সমানে টক্কর দেয় কংগ্রেস। তাদের অভিযোগ, মানুষের ভোটে নয়, ইলেকট্রনিক ভোটিং মেশিনের জন্যই গুজরাট বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। বিজেপি-র এই জয় মানুষের জন্য নয়, ইভিএম-এর জন্য। এদিকে, গেরুয়া বাহিনীর খারাপ ফলাফলের জেরে ৮৫০ পয়েন্টেরও বেশি পড়ে যায় বম্বে স্টক একচেঞ্জ সূচক সেনসেক্স। ৩০০ অঙ্ক পড়ে যায় নিফটি। কিন্তু গুজরাটে বিজেপি ঘুরে দাঁড়াতেই ক্রমশ বদলাতে থাকে শেয়ার বাজারের ভাগ্য। দলের জয়ে মেতে উঠেছেন বিজেপির সমস্ত নেতা কর্মীরা। ফলাফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন। গেরুয়া আবিরে একে অপরকে রাঙিয়ে চলছে বিজয়োৎসব পর্ব।
Be the first to comment