তিনটে ছোট ঘটনা ঘটেছে, আর তা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে চাপানউতোর চলছে । ত্রান দুর্নীতি নিয়ে মুখ খুলে বিরোধীদের এই ভাষাতেই পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিন দুয়েক আগে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, রাজ্যের আশি হাজার বুথের মধ্যে বড় জোর হাজার বুথে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর বুধবার মুখ্যমন্ত্রী ‘কয়েকটি ছোট ঘটনা’ নিয়ে বিরোধীদের রাজনীতির বিরুদ্ধে সরব হলে। পাশাপাশি পঞ্চায়েতে দুর্নীতি বাম আমলের মেকানিজম বলেও এদিন ব্যাখ্যা দিলেন মমতা।
আমফান ত্রাণ ঘিরে তৃণমূল নেতা কর্মীদের দুর্নীতি আর স্বজনপোষনের অভিযোগে যখন সরব বিরোধীরা। ঠিক তখনই দলে নব্বই শতাংশ চোর তাড়িয়েছেন বলেও দাবি করেন মমতা। এদিন মমতা বলেন, “অনেক চোর তাড়িয়েছি। আর কী করব। কিন্তু দু’এক জন আছে। দু’তিনটে ছোট ঘটনা ঘটছে আর তা নিয়ে রাজনীতি হচ্ছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।”
বুধবার হাজরা মোড়ে সেভ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠানে আগাগোড়া বিজেপি ও কেন্দ্র কে আক্রমণ করেন মমতা। সরব হন বাম-কংগ্রেস নিয়েও। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে এ দিন মমতা বলেন, “আমরা তো স্বাস্থ্যসাথী আগেই করেছি আয়ুষ্মান কেন করব। ষাট শতাংশ টাকা দেবে রাজ্য আর চিঠি পাঠাবে ওরা,” এ দিন এই ভাষাতেই আক্রমণ করেন মমতা আবারও।
এদিন বিজেপি ‘একুশের পর পগার পার হবে’ বলেও মন্তব্য করেন মমতা। বুধবার সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার প্রকল্পের জেরে কলকাতায় ৩৫ শতাংশ দুর্ঘটনা কমেছে বলে এদিন দাবিও করেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment