করোনাভাইরাসে আক্রান্ত ঝাড়খণ্ডের এক মন্ত্রী ও এক বিধায়ক। তাই আগাম সুরক্ষা নিতে নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
তিনি নিজেই ট্যুইটে এ কথা জানিয়ে বলেছেন, ‘মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী মিথিলেশ ঠাকুরজি ও আমাদের দলের বিধায়ক শ্রী মথুরা মাহাতজি করোনাভাইরাসে আক্রান্ত।’
হিন্দিতে লেখা ট্যুইটে তিনি আরও লিখেছেন, ‘দু জনেরই সরকারি হাসপাতালে চিকিত্সা চলছে। আগাম সুরক্ষা নিতে আজ থেকে আগামী কয়েকদিন আমি নিজেকে আইসোলেশনে রাখব। তবে গুরুত্বপূর্ণ সব কাজ আমি চালিয়ে যাব।’
বুধবারই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর করোনা পরীক্ষা করা হবে বলে মনে করা হচ্ছে। এদিন আবারও মানুষরে ভয়ংকর ভাইরাস সম্পর্কে সতর্ক করে হেমন্ত সোরেন বলেছেন, ‘আপনাদের আরও একবার যতটা সম্ভব ভীড় এলাকা এড়িয়ে চলার জন্য় অনুরোধ করা হচ্ছে। মাস্ক পরাটা নিশ্চিত করুন এবং কাপড় দিয়ে নিজের মুখটা ঢেকে রাখুন। আবারও আপনাদের সোশ্যাল ডিসট্যানসিঙের কথা মনে করিয়ে দিচ্ছি, তবে একে-অপরের হৃদয়ের কাছাকাছি থাকুন।’
বিবৃতি দিয়ে রাজ্যের জল ও নিকাশি মন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। ঠাকুর ও মাহাত দুজনেই রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সর কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। গত কয়েকদিনে তাঁদের সংস্পর্শে কারা এসেছিলেন, তা শনাক্ত করার কাজ চলছে।
হেমন্ত সোরেনের মন্ত্রিসভায় প্রথম কোনও মন্ত্রী ঠাকুর যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। মঙ্গলবার রাত পর্যন্ত ঝাড়খণ্ডে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,০১৮ জন হয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পর হেমন্ত সোরেন দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি কোভিড ছড়িয়ে পড়া রুখতে নিজেকে আইসোলেশনে রেখেছেন। বিহারের মুখ্যমন্ত্রীর যদিও করোনার রিপোর্ট নেগেটিভ এসেছিল। হেমন্ত সোরেনের রিপোর্ট কী আসে, তা নিয়েই উদ্বিগ্ন ঝাড়খণ্ডের প্রশাসন।
Be the first to comment